একে অপরের থেকে যেন চোখ সরছে না, পলক পড়ছে না। এবার কাছাকাছি ক্যাটরিনা কাইফ ও হৃত্বিক রোশন। ক্যাটের পরনে লাল শিফন গর্জাস শাড়ি, আর ঋত্বিকের পরনে কালো স্যুট, দুজনকেই যেন এই বেশে অত্যাশ্চর্য লাগছিল।
হৃত্বিক-ক্যাটরিনার একে অপরের মধ্যে ডুবে থাকা কারোরই নজর এড়ায়নি। কিন্তু ব্যপারটা কী? একে অপরের প্রেমে পড়েছেন নাকি ঋত্বিক-ক্যাটরিনা? তাঁদের এভাবে দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি ভিকিকে ভুলে নতুন প্রেমে মজেছেন ক্যাট?
আজ্ঞে নাহ। তাহলে খোলসা করেই বলা যাক…
আসলে অভিনেতা হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফকে একটা নতুন বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে। শুক্রবার ইনস্টাগ্রামে রাডো এই জুটিকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছেন। সেখানেই একে অপরের মধ্যে ডুবে থাকতে দেখা যাচ্ছে ক্যাট-ঋত্বিককে। হৃতিক রোশন ক্যাটরিনার দিকে তাকিয়ে রয়েছেন। আর বলিউডের 'গ্রিক গড'-এর কাঁধে হাত রেখে অভিনেতার দিকে তাকিয়ে সেই মনো মুগ্ধকর হাসি হাসছিলেন ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে হার্ট জিআইএফ দিয়ে পোস্টটি পুনরায় শেয়ার করেছেন। এই বিজ্ঞাপনটি নিয়েই এদিন মুম্বইয়ের অনুষ্ঠানে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলেন ক্যাটরিনা।
আরও পড়ুন-‘পুজো আসছে, ঢাকিও আসছে…’, অনুব্রতর দন্ত বিকশিত হাসিমুখের ছবি দিয়ে ঠিক কী বলতে চাইলেন জিতু?
এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন বলেন, ‘লায়লা ও অর্জুন বিয়ের পর। তারা যেন একে অপরের স্পন্দন।’ কারোর মন্তব্য ‘সেরা অনস্ক্রিন জুটি। লায়লা ও অর্জুন একসঙ্গে মধুচন্দ্রিমা উপভোগ করছেন।’ কারোর কথায়, ‘এত সুন্দর চেহারা এবং গর্জিয়াস জুটি। লায়লা ও অর্জুন মরক্কোতে থাকার পর কাজে নেমেছেন।’
কারোর কথায়, ‘এই দুটোকে নিয়ে আমাদের নতুন সিনেমা দরকার। এদের রসায়ন দেখতে এমনই’। কারোর মন্তব্য ‘ওহ ম্যান, এটা আর নিতে পারছি না, কী হট, দয়া করে তাঁদের একসাথে কাস্ট করুন। তাঁদের একসঙ্গে দেখে খুব ভালো লাগছে’। কেউ বলেছেন, ‘আমার প্রিয় জুটি’।
প্রসঙ্গত, জোয়া আখতারের 'জিন্দেগি না মিলেগি দোবারা' (২০১১) ও সিদ্ধার্থ আনন্দের 'ব্যাং ব্যাং' (২০১৪) ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন হৃতিক ও ক্যাটরিনা অভিনীত 'হৃতিক-ক্যাটরিনা। অগ্নিপথ (২০১২) ছবিতে ক্যাটরিনা একটা বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। আবার টাইগার-৩ (২০২৩) ছবিতে হৃতিকেরও বিশেষ ক্য়ামিও চরিত্র ছিল।
অন্যদিকে, হৃতিককে শেষবার দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয় প্রমুখের সঙ্গে 'ফাইটার' ছবিতে। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করেছিল। হৃতিক এখন অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ওয়ার টু'র জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে দেখা যাবে কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর-কেও।