সোমবার, ২০ মে ছিল পঞ্চম দফার ভোট। এদিন বেটার হাফ রণবীর সিংয়ের হাত ধরে ভোট দিতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এতদিন তাঁদের সন্তান আসার খবর নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন কারণ অভিনেত্রীর বেবি বাম্প দেখা যাচ্ছিল না। কিন্তু ভোট দিতে এসেছিলেন যখন তাঁর সাদা কুর্তার উপর দিয়ে স্পষ্ট বেবি বাম্প দেখা যায়। কিন্তু সেসব তো অতীত। অন্যদিকে ক্যাটরিনা আর ভিকির লন্ডন ট্রিপের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে আর সেটা দেখেই গুঞ্জন ছড়িয়েছে বলিউডের 'শীলা' কি তবে গর্ভবতী?
আরও পড়ুন: শিমুলের হয়ে সাক্ষ্য দিতে কোর্টে হাজির পরাগ, এবার কি শাস্তি হবে পলাশ - প্রতীক্ষার?
ক্যাটরিনা ভিকির ভাইরাল ভিডিয়ো
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল বলিউডের অন্যতম মিষ্টি জুটি যাঁরা মাঝে মধ্যেই কাপল গোল সেট করে থাকেন অনুরাগীদের জন্য। বর্তমানে তাঁরা লন্ডনে ছুটি কাটাচ্ছেন। সেখানকার একটি ভিডিয়ো এদিন ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে লন্ডনের রাজপথ দিয়ে ভিকির হাত ধরে হাঁটছেন অভিনেত্রী। ওভারকোটের উপর দিয়েও বোঝা যাচ্ছে তাঁর পেট যেন ফুলে আছে। আর এই ভিডিয়ো দেখেই ছড়িয়েছে জল্পনা।
নেটিজেনরা অনুমান করছেন ক্যাটরিনা কাইফও মা হতে চলেছেন। ভিকি এবং ক্যাটের সংসারে আসছে তাঁদের প্রথম সন্তান। কিন্তু আপাতত তাঁরা সেই বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। কিছুই জানাননি। অনেকেই মনে করছেন মিডিয়ার চোখ এড়াতে তাঁরা সেই দেশে চলে গিয়েছেন।
কে কী লিখেছেন?
এই পোস্টে অনেকেই তাঁদের অনুমানের কথা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ক্যাটরিনা আর ভিকি ওদের জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এমন ভাবে হাঁটছে যেন ক্যাটরিনা গর্ভবতী।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আমার মনে হয় ও গর্ভবতী ওই জন্যই অত বড় ওভারকোট পরেছিল।'
আরও পড়ুন: প্রথমবার রান্নাঘরে ঢুকেই কেলেঙ্কারি বাঁধান ঋদ্ধিমা! গৌরব বললেন, 'পারলে একটা লাঠি দিয়ে...'
আরও পড়ুন: তৃণমূলের হয়ে লড়ছেন, অথচ বছর দেড়েক আগে বিজেপিতেই যোগ দিতে চেয়েছিলেন রচনা! দাবি লকেটের
ক্যাটরিনা এবং ভিকির প্রসঙ্গে
২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তারপর মাঝে মধ্যে তাঁরা তাঁদের জীবনের টুকিটাকি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। এই তো কদিন আগেই ভিকির জন্মদিনেও একগুচ্ছ আদুরে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।