২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন ক্যাটরিনার। বিয়ের পর থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নায়িকার মা হওয়ার গুঞ্জন সামনে এসেছে। তবে এবার পরিবারে নতুন সদস্যের আগমনের ইঙ্গিত দিলেন নায়িকা নিজেই!
গত এক মাস যাবত সোশ্যালে নায়িকার উপস্থিতি নেই বললেই চলে। আজকাল লোকচক্ষুর একেবারে আড়ালে অভিনেতরী। ভিকি কৌশলের ৩৬তম জন্মদিনে তিনটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা। কোনওটিতেই তাঁর ঝলক দেখা যায়নি। শুধু বরের ক্যানডিড ছবি।
তিনের অঙ্কেই নাজেহাল নেটপাড়া। ছবির ক্যাপশনে একটা শব্দও খরচ করেননি, বদলে জুড়ে দিয়েছেন তিনটে কেক ও তিনটে সাদা হৃদয়ের ইমোজি। নেটিজেনদের প্রশ্ন, তিনটি কেক আর হৃদয় দিয়ে ঠিক কী বোঝাতে চাইলেন ক্যাটরিনা? তবে কি সত্যি দুই থেকে তিন হচ্ছেন ভিক্যাট?
প্রথম ছবিতে, ভিকি ক্যামেরা থেকে দূরে তাকিয়ে একটি জানালার কাছে বসে হাসছেন। দ্বিতীয় ছবিতে তিনি জানালার বাইরে তাকিয়ে একটি কাপ ধরে দাঁড়িয়ে ছিলেন। এই দুই ছবিতে ভিকির পরনে ছিল সাদা সোয়েটার ও নীল ডেনিম। শেষ ছবিতে দেখা যাচ্ছে, একটি রেস্তোরাঁর ভিতরে টেবিলে কেকের টুকরো নিয়ে বসে আছেন ভিকি। কেকের পাশে প্লেটে লেখা ছিল 'শুভ জন্মদিন' শব্দটি। কালো টি-শার্ট ও প্যান্টে দেখা গেল ভিকিকে। গত বছর থেকেই শোনা যাচ্ছে, মা হওয়ার পরিকল্পনা রয়েছে ক্যাটের। পেশাদার দায়িত্বগুলো সামলেই ফ্যামিলি প্ল্যানিং-এর পথে হাঁটবেন তিনি।
ভিকির ভাই সানির শুভেচ্ছা পোস্ট
ভিকির ভাই, অভিনেতা সানি কৌশলও ইনস্টাগ্রামে ভিকিকে শুভেচ্ছা জানিয়েছেন ছেলেবেলার অদেখা ছবি পোস্ট করে। ভিকির কিউটনেসে বোল্ড আউট ভক্তরা। প্রসঙ্গত, বলিউডের নামী স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশলের দুই পুত্র ভিকি ও সানি। দুজনেই অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন।
ভিকি এবং ক্যাটরিনার আসন্ন প্রোজেক্ট
লক্ষ্মণ উতেকারের ছাভাতে রশ্মিকা মান্দান্নার সাথে জুটিতে দেখা যাবে ভিকিকে। এই ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক। ছবিতে রশ্মিকা তাঁর স্ত্রী ইয়েসুবাই ভোঁসলের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজনা করছে এবং ২০২৪ সালের ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ক্যাটরিনাকে সর্বশেষ বিজয় সেতুপতির বিপরীতে শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস ছবিতে দেখা গিয়েছিল। ছবিটির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান এবং তিনু আনন্দ। তামিল সংস্করণে রাধিকা শরৎকুমার, শানমুগারাজা, কেভিন জে বাবু এবং রাজেশ উইলিয়ামস একই চরিত্রে অভিনয় করেছিলেন। আপতত ক্যাটের হাতে নতুন কোনও প্রোজেক্ট নেই, দীর্ঘসময় ধরে ঝুলে থাকা জি লে জারা বাদে কোনও ছবিই স্বাক্ষর করেননি তিনি। যা নায়িকার মা হওয়ার জল্পনাকে আরও বেশি করে উস্কে দিচ্ছে। সেপ্টেম্বরে দীপিকা-রণবীরের ঘরে আসছে নতুন অতিথি। ভিক্যাটও কি শীঘ্রই সুখবর দেবেন? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।