বিগত কয়েকদিন ধরে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের লন্ডন ট্রিপের একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। আর সেখান থেকেই ছড়িয়ে পরে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। ভিডিয়োতে আসলে দেখা যাচ্ছে লন্ডনের রাস্তায় বরের হাত ধরে হাঁটছেন অভিনেত্রী। ওভারকোটের বাইরে দিয়ে মনে হচ্ছে জানো অভিনেত্রীর পেটটা ফোলা। ধীর লয়ে স্ত্রীকে আগলে হাঁটছেন ভিকি। এবার সেই বিষয়ে কী জানালেন অভিনেত্রীর প্রতিনিধি।
কী জানালেন ক্যাটরিনা কাইফের প্রতিনিধি
ক্যাটরিনা কাইফের প্রতিনিধির তরফে জানানো হয়েছে জুমের তরফে যে রিপোর্ট করা হয়েছিল যে ক্যাটরিনা কাইফ মা হতে যাচ্ছেন সেটা সঠিক নয়। তাঁদের দাবি এই খবর তাঁদের বা অভিনেত্রীদের তরফে কনফার্ম করা হয়নি।
আরও পড়ুন: প্রবল গরমে হিট স্ট্রোক শাহরুখের, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এখন কেমন আছেন?
এদিন একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, 'সকল মিডিয়া হাউজকে অনুরোধ করা হচ্ছে এই অনুমান এবং গুঞ্জনের ভিত্তিতে খবর করা বন্ধ করুন।' রেনড্রপ মিডিয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফের প্রতিনিধি করে যে সংস্থা তাঁদের তরফে এটা জানানো হয়েছে।
কী জানানো হয়েছিল আগের রিপোর্টে?
জুমের তরফে একটি রিপোর্টে জানানো হয় ক্যাটরিনা এবং ভিকির সন্তান নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে সেটা ভুল নয়। যদি সব ঠিক থাকে তাহলে নাকি লন্ডনে জন্ম নেবে ক্যাট ভিকির প্রথম সন্তান। এই বিষয়ে বলে রাখা ভালো এর আগেও একাধিক অভিনেত্রী অভিনেতাদের সন্তান লন্ডনে জন্মেছেন। এই যেমন গত ফেব্রুয়ারি মাসেই বিরাট এবং অনুষ্কার দ্বিতীয় সন্তান, তাঁদের ছেলে অকায় লন্ডনে জন্মগ্রহণ করেছে।
আরও পড়ুন: যখন অধিকাংশ সিরিয়ালই বন্ধ হয় জলদি, ৭০০ পার করা অনুরাগের ছোঁয়া নিয়ে কী বললেন দিব্যজ্যোতি
কী নিয়ে এত গুঞ্জন?
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে লন্ডনের রাজপথ দিয়ে ভিকির হাত ধরে হাঁটছেন অভিনেত্রী। ওভারকোটের উপর দিয়েও বোঝা যাচ্ছে তাঁর পেট যেন ফুলে আছে। আর এই ভিডিয়ো দেখেই ছড়িয়েছে জল্পনা। নেটিজেনরা অনুমান করছেন ক্যাটরিনা কাইফও মা হতে চলেছেন। ভিকি এবং ক্যাটের সংসারে আসছে তাঁদের প্রথম সন্তান। কিন্তু আপাতত তাঁরা সেই বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। কিছুই জানাননি। অনেকেই মনে করছেন মিডিয়ার চোখ এড়াতে তাঁরা সেই দেশে চলে গিয়েছেন।