বাংলা নিউজ > বায়োস্কোপ > Phone Bhoot trailer: 'ভূত' ক্যাটরিনার সঙ্গে ভূত ধরার ব্যবসায় শুরু ইশান-সিদ্ধান্তের!

Phone Bhoot trailer: 'ভূত' ক্যাটরিনার সঙ্গে ভূত ধরার ব্যবসায় শুরু ইশান-সিদ্ধান্তের!

প্রকাশ্যে ফোন ভূৃত-এর ট্রেলার

ক্যাটরিনার মতো সুন্দরী ভূতের পাল্লায় পড়ে বদলে যাবে ইশান-সিদ্ধান্তের জীবন। প্রকাশ্যে এল ‘ফোন ভূত’-এর ট্রেলার।

গাড়ির সামনে আমচকাই হাজির ‘চুরেল’। তারপরই অদ্ভূত সব কাণ্ড ঘটছে ইশান আর সিদ্ধান্তের সঙ্গে! ভূত দেখতে পাচ্ছে তাঁরা। কী করবে? আচমকা প্রাপ্ত এই অলৌকিক শক্তিকে কেমনভাবে কাজে লাগাবে? এই সব জল্পনা-কল্পনার মাঝেই তাঁদের বাড়িতে এসে হাজির সুন্দরী ক্যাটরিনা। সেও কিন্তু ভূত! তবে এই সুন্দরী ভূতের পাল্লায় পরে পুরোপুরি পাল্টে যাবে ইশান-সিদ্ধান্তের জীবন!

ভূত ক্যাটরিনা তাঁদের প্রস্তাব দেবে ভূত ধরবার ব্যবসা চালু করবার। এমন সুন্দরী ভূতের বিজনেস আইডিয়া কি ফেরানো যায়? হ্যাঁ বলতেই বাধ্য হয় দুজনে। ভাবছেন ব্যাপারটা কী? তাহলে খোলসা করে বলা যায়। হরর কমেডি ‘ফোন ভূত’ নিয়ে খুব শীঘ্রই সিনেমাহলে হাজির হবেন ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর। তার আগে প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

বিয়ের পর কাজ থেকে ছুটি নেননি ক্যাটরিনা। ‘টাইগার থ্রি’র শ্যুটিং সেরেছেন, ফোন ভূত-এর পোস্ট প্রোডাকশনের কাজও সেরেছেন। বিয়ের পর এটাই হবে ক্যাটরিনার প্রথম রিলিজ। খানিকটা হলিউড ছবি ‘ঘোস্ট বাস্টার’-এর ছোঁয়া রয়েছে এই ছবিতে। পরিচালক গুরমিত সিং-এর এই ছবিতে একদম অন্যরকম লুকে ধরা দিয়েছেন ক্যাটরিনা।

ফেরা যাক গল্পে। প্রায় তিন মিনিট দীর্ঘ এই ট্রেলারে দেখা গেল, ভূতেদের ধরে তাঁদের মোক্ষলাভে সাহায্য করছে ইশান-সিদ্ধান্তরা। আর এই গল্পে ভিলেন জ্যাকি শ্রফ, 'আত্মারাম'। ভূত ধরবার ব্যবসা ফেঁদে বসা এই ত্রয়ীকে উচিত শিক্ষা দেওয়ার শপথ নেয় আত্মারাম। অন্যদিকে ক্যাটরিনার কাতর আর্জি, একমাত্র ইশান আর সিদ্ধান্তই পারবে আত্মারামকে রুখতে। ভূত ধরবার এই খেলায় ঠিক কী কী মুশকিলে পড়বেন তাঁরা, সেই নিয়েই এগোবে গল্প।
এই ছবির ট্রেলারে ‘হকিকত’, ‘কোই মিল গায়া’র মতো হিন্দি ছবির প্রসঙ্গ উঠে এসেছে।

'ভয়ঙ্কর' এই ভূতের গল্প দেখতে আপতত দিন কয়েকের অপেক্ষা করতে হবে। রীতেশ সিধওয়ানি ও ফারহার আখতার প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ৪ঠা নভেম্বর।

বন্ধ করুন