২০ অক্টোবর দেশ জুড়ে উদযাপিত হল করওয়া চৌথ। স্বামীর মঙ্গলকামনায় উপস রাখলেন বিবাহিত মহিলারা। সামিল হলেন উদযাপনে। বাদ যাননি বলিউড তারকারাও। এদিন ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেককেই করওয়া চৌথ পালন করতে দেখা যায়।
আরও পড়ুন: শিরদাঁড়ায় গুরুতর চোট! টুকটুকে লাল চুড়িদার পরে কোমরে বেল্ট বেঁধেই প্রথম করওয়া চৌথ পালন রকুলের
ক্যাটরিনা কাইফের করওয়া চৌথ
এদিন ক্যাটরিনা কাইফকে তাঁদের পরিবারের করওয়া চৌথ পালনের বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যায়। সেখানে কোথাও তাঁকে তাঁর শাশুড়ি আশীর্বাদ করছেন। কোথাও তাঁরা গোটা পরিবার অর্থাৎ তিনি, ভিকি কৌশল এবং অভিনেতার বাবা মা এক ফ্রেমে ধরা দিয়েছেন। অভিনেত্রী বাদ দেননি তাঁর এবং তাঁর শাশুড়ির মিষ্টি সম্পর্কের নানা মুহূর্ত তুলে ধরার পাশাপাশি, নিজের বেশ কিছু সিঙ্গল ছবি পোস্ট করতে। ক্যাটরিনা কাইফের পোস্ট করা শেষ ছবিতে তাঁর দেওর তথা অভিনেতা সানি কৌশল এবং তাঁর বোন ইসাবেল কাইফকেও দেখা যাচ্ছে।
আরও পড়ুন: 'জীবিত কিংবদন্তি' শ্রেয়াকে খোলা চিঠি সোমকের! কলকাতা কনসার্টে বললেন, 'শহরে এখন আবহাওয়া পরিবর্তনের সময়...'
এই ছবিগুলো পোস্ট করে ক্যাটরিনা লেখেন, 'শুভ করওয়া চৌথ।' অনেকেই তাঁর পোস্টে মন্তব্য করেছেন। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী লেখেন, 'তুমি গোটা জীবনের জন্য জিতে গিয়েছ।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ভিকি লাকি নাকি আপনি ঠিক বুঝতে পারি না। সুন্দর পরিবার, এমনি থাকুন।'
প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের করওয়া চৌথ
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এদিন তাঁদের অর্থাৎ তাঁর এবং নিক জোনাসের করওয়া চৌথ পালনের একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে নিকের হাত থেকে জল খাচ্ছেন তিনি। উপোস ভাঙছেন নিয়ম মেনেই। পরের ছবি দুটোতে অভিনেত্রীকে তাঁর হাতে করা ছোট্ট মেহেন্দি দেখাতে দেখা যাচ্ছে। পাশে রয়েছেন তাঁর বেটার হাফ।
এই ছবিগুলো পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, 'যাঁরা যাঁরা উদযাপনে মেতেছেন সবাইকে শুভ করওয়া চৌথ। হ্যাঁ, আমি একটু ফিল্মি।'