মুক্তি পাওয়ার অপেক্ষায় ভিকি কৌশল অভিনীত ছবি ব্যাড নিউজ। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে এই ছবিটি। সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। গত শুক্রবার ২৮ জুন করণ জোহর এই ছবির ট্রেলার ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখানেই ক্যামিও দৃশ্যে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। বরের ছবিতে ক্যামিও চরিত্রে ধরা দিয়ে কী প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী? প্রসঙ্গত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল, তৃপ্তি দিমরি, প্রমুখকে।
আরও পড়ুন: দেনার দায়ে গলা পর্যন্ত ডুবে বসু ভাগনানি! মিশন রানিগঞ্জের পরিচালক সহ কর্মীদের কত লাখ টাকা বকেয়া আছে?
আরও পড়ুন: দ্বিতীয় দিনে প্রায় ৪৫ শতাংশ কমল কল্কি ২৮৯৮ এডির আয়! ২ দিনে মোট কত ঘরে তুলল প্রভাস - দীপিকার ছবি?
ব্যাড নিউজ ছবির ট্রেলার
ব্যাড নিউজ ছবিটি একটি মজার ছবি হতে চলেছে। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন অ্যামি ভির্ক, তৃপ্তি দিমরি, ভিকি কৌশল। এই ছবিতে দেখা যাবে ভিকি এবং অ্যামি এমন দুই পুরুষ যাঁরা বাবা হতে চলেছেন। আর তাঁদের এই পিতৃত্বের স্বাদ পাওয়ার মাঝে আচমকাই ঢুকে পড়েন তৃপ্তি। একটা দারুণ মজা, কনফিউশন এবং ভুল বোঝাবুঝি যে এই ছবি জুড়ে দেখা যাবে সেটা ট্রেলার থেকেই স্পষ্ট।
ব্যাড নিউজ ছবিতে ক্যাটরিনার ঝলক
এই ছবির ট্রেলারে এক ঝলক ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছে। তাঁর একটি পোস্টার দেওয়ালে দেখা গিয়েছে।ভিকি নিজেই সেই পোস্টার দেওয়ালে লাগান। কিন্তু অ্যামি সেটা খুলে ফেলতে চান। তখন দুজনের মধ্যে তর্ক বাঁধে সেই পোস্টার নিয়ে।
ক্যাটরিনা কী প্রতিক্রিয়া দিলেন?
ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা কাইফ এই ছবির ট্রেলার শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, 'অপেক্ষা করতে পারছি না আর। অনেক শুভেচ্ছা অমৃতপাল বৃন্দা, আনন্দ তিওয়ারি, করণ জোহর।' এই ছবির ট্রেলারে মেরে মেহবুব মেরে সনম গানটির রিমিক্স শোনা যায়। প্রসঙ্গত এই গানটি মূলত শাহরুখ খান, জুহি চাওলা এবং সোনালি বেন্দ্রে অভিনীত ডুপ্লিকেট ছবির গান।
আরও পড়ুন: 'আপনাকে অনুরোধ করছি...' বিজেপিতে যোগ দিয়েও মমতার কাছে বিশেষ আবেদন রূপালির! কী চাইলেন মুখ্যমন্ত্রীর থেকে?
আরও পড়ুন: আম্বানিদের বাড়ির নৈশভোজে হাজির মোহন ভগবৎ, বিয়ের আগে RSS প্রধানের পা ছুঁয়ে প্রণাম অনন্তের
ব্যাড নিউজ ছবিটি প্রসঙ্গে
ধর্মা প্রোডাকশন এই ছবির প্রযোজনা করেছেন। ছবিটির পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি। ভিকি, তৃপ্তি, অ্যামি ছাড়াও এখানে নেহা ধুপিয়াও আছেন। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে ছবিটি।