ক্যাটরিনা কাইফ যখন নিজের শারীরিক গঠন নিয়ে বার বার অনুযোগ করতেন তখন তাঁর স্বামী অভিনেতা ভিকি কৌশলের প্রতিক্রিয়া কেমন ছিল এক সাক্ষাৎকারে অভিনেত্রী তা জানিয়েছেন। 'ইন কনভারসেশন উইথ কে বিউটি অ্যান্ড হুডা কাত্তান'-এ বিউটি ব্লগার এবং উদ্যোক্তা হুডা কাত্তানের সঙ্গে কথোপকথনের সময়, ক্যাটরিনা এই বিষয়ে কথা বলেন।
অভিনেত্রীর বিজনেস মডেল সম্পর্কে জানতে চাইলে ক্যাটরিনা বলেন, ‘আমি সব সময় একটা কথা বিশ্বাস করি, যেটা করছি সেটা মন থেকে করতে না পারলে সেই কাজে উৎসাহ থাকে না। কয়েক মুহূর্ত সাময়িক ভাবে উদ্যম নিয়ে কাজ করলেও তা সহজেই শেষ হয়ে যায়। তাই ব্যাবসা শুরু করার আগে বহুবার ভেবেছিলাম যে যা করতে চলেছি তা নিয়ে সমান উদ্যমে এগিয়ে যেতে পারব কিনা। তা হলেই ব্যবসায় নামব এবং যারা নতুন ব্যাবসা শুরু করতে চাইছেন, তাঁদেরও পরামর্শ দেব যে যদি মন থেকে উৎসাহ অনুভব করেন তাহলেই ব্যবসা শুরু করুন। নতুন কিছু করার সুযোগ থাকলে তবেই ব্যবসায় নামবেন। আমি সত্যিই বিশ্বাস করেছিলাম যে 'কে বিউটি'-এর সঙ্গে আমাদের নতুন কিছু করার আছে। আমি এটা নিয়ে সত্যি উত্তেজিত ছিলাম। যারা সাজতে ও সাজাতে ভালোবাসেন সেই সৌন্দর্য প্রেমীদের জন্য নতুন কিছু নিয়ে আসব এটাই আমার ইচ্ছা ছিল।'
আরও পড়ুন: হিসাব রাখেন শর্মিলা, ৮০০ কোটির পতৌদি প্যালেসের খরচ কমাতে কী করেন সইফ? ফাঁস করলেন সোহা
ক্যাটরিনার নিজের শারীরিক গঠন নিয়ে সন্দেহ প্রকাশ করলে ভিকি যা বলেন
ক্যাটরিনা আরও বলেন, 'ইটস কে টু বি ইউ'-এর পিছনের পুরো আইডিয়াটা এসেছিল ভিকির সঙ্গে কথা বলতে বলতে। একটা সময় আমার জীবনে এসেছিল যখন আমি বসে থাকতাম বা আমার স্বামীর সঙ্গে কথা বলতাম কিংবা কোনও ইভেন্টের জন্য তৈরি হতাম সব সময় নিজের শারীরিক গঠন নিয়ে ভাবতাম। অভিযোগ করতাম নিজেকে নিয়ে, বলতাম আমি নিজেকে এই ভাবে দেখে খুশি নই, আমার ওজন বেড়েছে এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আর এই সব শুনে ভিকি মানে আমার স্বামী সেখানে বলতেন যে, তুমিই কি সেই যাকে আমি চিনতাম? তুমি সে নও। তুমি সবাইকে বলতে, ‘তুমি তোমার মতো থাকো’, ‘তুমি যেমন আছো ঠিক তেমনই থাকো’ ওঁর কথা শুনে আমি ওঁর দিকে তাকাই। আর তখনই আমার আগের কথা, আমার নিজের বলা কথা মনে পড়ে যায়। আর সেখান থেকেই আমি আমার ব্র্যান্ড শুরু করেছি। কারণ আমার নিজেকেও ঠিক রাখতে হবে।'
আরও পড়ুন: ‘পেট ভরে না…’! স্ত্রী ২ আয় করেছে ৫০০ কোটির উপরে, তাও কীসের আশঙ্কায় থাকেন পরিচালক অভিষেক
ক্যাটরিনা একজন জনপ্রিয় অভিনেত্রী তা বলাই বাহুল্য। তবে বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তাও। তিনি ২০১৯ সালে তাঁর ব্র্যান্ড কে বিউটি বাই ক্যাটরিনা শুরু করেছিলেন। এই কয়েক বছরেই বেশ কয়েকটি পুরষ্কার পেয়েছে তাঁর ব্যান্ড।