বিয়ের পরের প্রথম দিওয়ালিতে শাড়িই বেছেছেন ক্যাট। প্রি-দিওয়ালি পার্টিতেও এবার গাউন-লেহেঙ্গাকে অদেখা করে তিনি শাড়িতেই সুন্দরী। আপনিও চাইলে এই লুকগুলো রিক্রিয়েট করতে পারবেন।
1/5বিয়ের পরের প্রথম দিওয়ালি বলে কথা। জমিয়ে সেজেছেন ক্যাটরিনা কাইফ। আপাতত সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বেশিরভাগ দিওয়ালি পার্টিতেই নায়িকা এন্ট্রি নিয়েছে শাড়িতে। আসলে শাড়িতেও তাঁকে সেক্সি, বোল্ড অ্যান্ড বিউটিফুল লাগছিল। চলুন ছবিগুলি দেখে নেওয়া যাক এক ঝলকে।
2/5লাল শাড়িতে হট বম্ব লাগছে ক্যাটরিনাকে। শারার শাড়িটার গায়ে সাদা মোটিফ আর রুপোলি রঙের গোটা। তবে চমক ছিল ব্লাউজ। ডিপ নেক ব্লাউজে স্পষ্ট চোখে আসছিল ক্লিভেজ। গলায় কিছু পরেননি, কানে স্টেটমেন্ট ঝুমকা। এই স্টাইল আপনিও খুব সহজে ক্যারি করতে পারবেন। বন্ধুর বিয়ে হোক বা দাদার, এই সাজ এক্কেবারে হিট।
3/5দিওয়ালি সেলিব্রেশনে ক্যাটরিনাকে দেখা গিয়েছে কালো নেটের শাড়িতেও। সরু স্ট্রাপের ব্লাউজ পরেছিলেন ভিকির বউ। এবারেও সাজে কোনও বাহুল্য নেই। কানে হিরের ঝোলা দুল আর খোলা চুল সাজে অন্যমাত্রা এনে দিয়েছে।
4/5সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন এই ফোটো দিয়ে। হলুদকে এমনিতেই আনন্দ, উৎসব, মিলন, খুশির রং হিসেবে ধরা হয়। এবারেও টাইগার থ্রি নায়িকা বেছেছিলেন স্ট্র্যাপি ব্লাউজ। যা তাঁর লুককে আরও আকর্ষক করে তুলেছিল। তবে এই ধরনের শাড়ির সঙ্গে চেষ্টা করবেন এরকম ডিপ নেকের ব্লাউজই বানাতে। আর পাশে যদি ভিকির মতো সুপুরুষ পার্টনার পেয়ে যান তাহলে তো কথাই নেই!
5/5কাজের সূত্রে, মুক্তির অপেক্ষায় ক্যাটের ভূত পুলিশ। এছাড়া সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’-ও শেষ করে ফেলেছেন। দক্ষিণের বিজয় সেতুপতির সঙ্গে কাজ করবেন মেরি ক্রিসমাসে। এছাড়া আলিয়া-প্রিয়াঙ্কার সঙ্গে রোড স্টোরি জি লে জারা-ও করার কথা রয়েছে।