রূপকথার বিয়ের পর কেমন কাটছে ভিকি-ক্যাটরিনার দাম্পত্য জীবন? সেই নিয়ে ভক্তদের জিজ্ঞাসার শেষ নেই। বলিউডের এই ‘পাওয়ার কপল’ সদ্যই সমুদ্রের হাওয়া খেয়ে বিদেশ থেকে ফিরেছে। গত সোমবারই হাতে হাতে ধরে মুম্বইতে ফেরেন ‘ভিক্যাট’। সম্প্রতি নিজের মুঠোফোন ঘেঁটে সেই ভ্যাকেশনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে আপলোড করেছেন ক্যাটরিনা।
বৃহস্পতিবার ক্যাটরিনা ইনস্টাগ্রামে কালো মনোকিনিতে একগুচ্ছ ছবি শেয়ার করেন। সাদা বালির উপর গা এলিয়ে বসে রয়েছেন ক্যাট, তাঁর চিকণ উরু দিয়ে ঝরে পড়ছে লাস্য, কালো মনোকিনির সঙ্গে নজরকাড়া তাঁর ওভারসাইজ টুপিও। এক কথায়- পারফেক্ট বিচ লুকে ধরা দিয়েছেন সূর্যবংশী তারকা।
ক্যাটের এই ছবি মুহূর্তেই ভাইরাল। শাহরুখ কন্যা সুহানা থেকে জাহ্নবী কাপুর- সকলেই এই ছবিতে ‘লাইক’ দেন। ক্যাটরিনার প্রিয় বান্ধবী অনিতা শ্রফ আদাজানিয়া কমেন্ট বক্সে লেখেন, ‘ওহ লা লা!’ তবে সবাইকে ছাপিয়ে গেলেন ভিকির বাবা। শ্যাম কৌশল ক্যাটরিনার এই ছবিতে প্রতিক্রিয়া দিয়ে লাইমলাইট কেড়ে নিলেন।
এমনিতে কম কথার মানুষ শ্যাম কৌশল। তাই চুপিচুপি বউমার ছবিতে লাইক দিয়েছেন তিনি। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে পুরোপুরি মিশে গেছেন ক্যাটরিনা। পঞ্জাবি বাড়ির বউমা হতে রীতিমতো ট্রেনিং নিয়েছেন তিনি। আপতত জুহুতে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। সেই বাড়িতে নিয়মিত যাতায়াত রয়েছে শ্বশুর-শাশুড়ির।
গত ৯ ডিসেম্বর রাজস্থানের জয়পুরে গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল রাজকীয় বিয়ের আসর। সদ্যই ‘টাইগার ৩’র শ্যুটিং সেরেছেন ক্যাট। তাঁর হাতে রয়েছে ‘ফোন ভূত’, ‘মেরি ক্রিসমাস’-এর মতো প্রোজেক্ট।