গোবিন্দ নাম মেরা ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। তবে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না। সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে এই ছবি। আগামী মাসের ১৬ তারিখ ডিজনি প্লাস হটস্টারে এই ছবিটি মুক্তি পেতে চলেছে। অভিনয়ে ভিকি কৌশল, কিয়ারা আডবানি, ভূমি পেডনেকরকে দেখা যেতে চলেছে। হালে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবির কলাকুশলীরা নিজেরাই সেই ট্রেলার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ক্যাটরিনা কাইফ গোবিন্দ নাম মেরা ছবির ট্রেলার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেন, এবং লেখেন 'দেখে তো দারুন মজাদার লাগছে!' সঙ্গে তিনি স্টার চোখ আছে এমন ইমোজিও দিয়েছেন। এই স্টোরি ভিকি কৌশল আবার তাঁর স্টোরিজে শেয়ার করেন এবং তাতে একটি হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন, 'আমার'। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাও এই ছবির ট্রেলার শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। শোনা যাচ্ছে তাঁর এবং কিয়ারা আডবানির মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা এই ভিডিয়ো শেয়ার করে তাতে ভিকি কৌশল, ভূমি পেডনেকর এবং কিয়ারা আডবানিকে ট্যাগ করে লিখেছেন, 'দারুন প্লট এবং কাস্ট। দেখে মনে হচ্ছে দারুন মজাদার একটা অভিজ্ঞতা হবে। অপেক্ষা করে আছি এই ছবির জন্য।'
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে গোবিন্দ নাম মেরা ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর ভিকিকে জিজ্ঞেস করা হয় যে এই ছবির ট্রেলার ক্যাটরিনার কেমন লাগল? উত্তর তিনি বলেন, ' ভালো লেগেছে।' এরপর এক পাপারাজ্জি তাঁকে জিজ্ঞেস করে, কবে তাঁকে এবং তাঁর বেটার হাফকে একসঙ্গে ছবিতে দেখা যাবে? উত্তরে তিনি জানান, 'আপনারা সেই ছবিটির প্রযোজনা করুন।'
গোবিন্দ নাম মেরা ছবিটির পরিচালনা করেছেন শশাঙ্ক খইতান। করণ জোহররের ধর্ম প্রোডাকশন এবং ভায়াকম ১৮ স্টুডিওজ এই ছবির প্রযোজনা করেছেন। গত সপ্তাহে ভিকি জানান এই ছবিটি সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। যদিও প্রথমে ঠিক করা হয়েছিল যে ছবিটি প্রেক্ষাগৃহে আগে মুক্তি পাবে। পরে ঠিক করা হয় যে এটি ১৬ ডিসেম্বর ডিজনি প্লাস হট স্টারে মুক্তি পাবে।
এই ছবিতে গোবিন্দ বাঘমারের গল্প দেখা যাবে, অর্থাৎ ভিকির। সে পেশায় একজন জুনিয়র ড্যান্সার। তাঁর স্ত্রী হচ্ছেন ভূমি পেডনেকর। তাঁর চরিত্রের নাম গৌরী। আর উঠতে বসতে স্বামীকে কথা শোনায়। স্বামী ডিভোর্স চাইলে ২ কোটি টাকা দাবি করে। তাঁর অন্য একটা সম্পর্কও আছে। বউয়ের অত্যাচারে অতিষ্ট গোবিন্দ। তাঁর জীবনে শান্তির বাতাস হচ্ছে তাঁর প্রেমিকা সুকু, ওরফে কিয়ারা আডবানি। এই ত্রয়ীর গল্প শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে সেটাই দেখার এখন।