মা হতে চলেছেন ক্যাটরিনা, দিন কয়েক আগে এমন গুঞ্জনে ছেয়ে গিয়েছিল নেটপাড়া। তবে জল্পনায় জল ঢেলে ক্যাটরিনার প্রতিনিধি জানান এই খবর ভুয়ো। কিন্তু লন্ডন থেকে ভাইরাল হল নায়িকার নতুন ভিডিয়ো, যা ফের উস্কে দিল ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার চর্চা।
রেডিটে একটি নতুন ভিডিয়ো প্রকাশিত হয়েছে, যেখানে অভিনেতাকে লন্ডনের রাস্তায় স্বামী, ভিকি কৌশলের সাথে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। রাস্তা পার করার সময় ক্যাটরিনা আচমকাই লক্ষ্য করেন, অজান্তেই তাঁদের ভিডিয়ো রেকর্ড করা হচ্ছে। এরপরই যেন সচেতন হয়ে পড়েন অভঅিনেত্রী। হ্যাঁচকা টান মেরে ভিকিকে থামান। এবং রাস্তা পার না করে পিছনে ফিরে যান। নেটিজেনদের ধারণা বেবি বাম্প লুকোতেই এমনটা করেছেন ক্যাটরিনা। কালো-মোটা পাফার জ্যাকট পরে ছিলেন ক্যাট। ক্যাটরিনার হাঁটার ধরণ এবং শরীর দেখে আপনি ভাবতে বাধ্য অভিনেত্রী অন্তঃসত্ত্বা।
একজন লিখেছেন, ‘ক্যামেরাপার্সনকে দেখে ক্যাটরিনা ফিরে গেলেন কেন? আরেকজন রেডিটর মন্তব্য করেছেন,'কী আড়াল করার চেষ্টায় আছেন ক্যাটরিনা? অনেকে অবশ্য ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে লেখেন, ‘কারুর গোপনীয়তাকে গুরুত্ব দেওয়া উচিত।’
ক্যাটরিনা ব্রিটিশ নাগরিক, সেখানেই থাকে তাঁর গোটা পরিবার। গত কয়েক মাস ধরেই মুম্বই থেকে ‘গায়েব’ ক্যাটরিনা, তাঁর হাতে কোনও ছবি নেই। কেন এই নিভৃতযাপন অভিনেত্রীর? চর্চা উস্কে দিল এই ভিডিয়ো। জল্পনা সত্যি হলে ৪০-এর গণ্ডি পেরিয়ে মা হতে চলেছেন ক্যাটরিনা। বয়সে ভিকির চেয়ে ৪ বছরের বড় অভিনেত্রী।
ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুজব
সম্প্রতি জুমের এক প্রতিবেদনে দাবি করা হয়, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। তবে তার প্রতিনিধি সংস্থা এই প্রতিবেদনকে 'ভুয়ো' বলে অভিহিত করেছে। রেইনড্রপ মিডিয়ার তরফে শেয়ার করা একটি বিবৃতিতে বলা হয়েছে, 'সমস্ত মিডিয়া হাউসগুলিকে অবিলম্বে এই অসমর্থিত প্রতিবেদন এবং জল্পনা বন্ধ করার জন্য অনুরোধ করছি।
একটি সূত্রকে উদ্ধৃত করে জুম জানিয়েছে, ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব মিথ্যে নয়। সূত্রটি জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ক্যাটরিনা ও ভিকি তাদের প্রথম সন্তানকে ব্রিটিশ যুক্তরাজ্যে স্বাগত জানাবেন। যুক্তরাজ্যে বেড়ে ওঠা এবং লন্ডনের হ্যাম্পস্টেডে একটি বাড়ির মালিক ক্যাটরিনা। সেখানেই প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী, এমনটাি দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
গত দেড় মাস যাবত সোশ্যালে নায়িকার উপস্থিতি নেই বললেই চলে। আজকাল লোকচক্ষুর একেবারে আড়ালে অভিনেতরী। ভিকি কৌশলের ৩৬তম জন্মদিনে তিনটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা। কোনওটিতেই তাঁর ঝলক দেখা যায়নি। শুধু বরের ক্যানডিড ছবি।
ছবির ক্যাপশনে একটা শব্দও খরচ করেননি, বদলে জুড়ে দিয়েছেন তিনটে কেক ও তিনটে সাদা হৃদয়ের ইমোজি। এই তিনের অঙ্কেই ধন্দে নেটপাড়া। নেটিজেনদের প্রশ্ন, তিনটি কেক আর হৃদয় দিয়ে ঠিক কী বোঝাতে চাইলেন ক্যাটরিনা? তবে কি সত্যি দুই থেকে তিন হচ্ছেন ভিক্যাট? জল্পনা জিইয়ে রেখেছেন ভিক্যাট।