চারপাশ পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা খুব ভালোভাবেই জানা আছে ক্যাটরিনা কাইফের। তাই শুধু নিজের বাড়ি নয় কাজের জায়গাটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন ক্যাট। ‘স্বচ্ছ ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বসাড়র’ ক্যাটরিনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন অক্ষয় কুমার। যেখানের ঝাড়ু হাতে পাওয়া গেল এই সুন্দরীকে।
সূর্যবংশীর শ্যুটিং সেট ঝাঁট দিতে ব্যস্ত ক্যাটরিনা। সেই সময়ই মুঠোফোনে অভিনেত্রীর ভিডিয়ো লেন্সবন্দী করেছেন খিলাড়ি কুমার। ভিডিয়োর ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘দেখে নিন স্বচ্ছ ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বসাড়রকে সূর্যবংশীর সেটে’।
ভিডিয়োয় সাদা কুর্তা আর পাজামায় পাওয়া গেল ক্যাটরিনাকে, খোলাচুল আর মেকআপহীন লুকে শ্যুটিং ফ্লোর ঝাঁট দিচ্ছেন ক্যাট। অক্ষয় ক্যাটকে প্রশ্ন করেন,
‘আরে ক্যাটরিনাজি আপনি কী করছেন? অভিনেত্রীর সাফ জবাব, ঝাঁট দিচ্ছি দেখতে পাচ্ছো না! এরপর ঝাঁটা নিয়ে কো-স্টার অক্ষয়ের দিকে তেড়ে আসেন ক্যাটরিনা।
সিংহম, সিম্বার পর আবারও পুলিশকে প্রধান চরিত্রে রেখে সূর্যবংশী নিয়ে হাজির হচ্ছেন পরিচালক রোহিত শেট্টি। সূর্যবংশীতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলবে অজয়-রণবীরের। ছবিতে থাকছেন জ্যাকি শ্রফও। ২৭ মার্চ মুক্তি পেতে চলেছে অক্ষয়-ক্যাটরিনা জুটির এই ছবি। এইছবির সঙ্গে ১০ বছর পর রূপোলি পর্দায় ফিরছেন আক্কি-ক্যাট জুটি। শেষবার তিসমার খান(২০১০) ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। নমস্তে লন্ডন, সিং ইজ কিং, ওয়েলকাম ব্যাকের মতো সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয়-ক্যাটরিনা।