কথায় বলে ‘শালি আধি ঘরওয়ালি’, তাই শ্যালিকার জন্মদিনটা একটু স্পেশ্যালভাবে সেলিব্রেট না করলে চলে। তবে কাজের সূত্রে কেউই কাছাকাছি নেই, অগত্যা ভরসা টেকনোলজি। এদিন ভিডিয়ো কলে একজোট হলেন ভিকি,ইসাবেলা, ক্যাটরিনারা। এই আড্ডার অংশীদার ছিলেন ভিকির ভাই সানি কৌশলও।
ইনস্টাগ্রাম স্টোরিতে বোনের এই অভিনব জন্মদিন সেলিব্রেশেনর ঝলক তুলে ধরেছেন ক্যাটরিনা। ইসাবেলার উদ্দেশে দিদির বার্তা, ‘শুভ জন্মদিন ইসাবেলা, এই বছরে তোর জীবন ভালোবাসা, আলো আর আনন্দে ভরে উঠকু’।
এদিন ইনস্টাগ্রামে শ্যালিকাকে মিষ্টি নামে ডেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভিকি। ছবির উপর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, ইসি। আজ কাজ করে এবং পার্টি করে সবথেকে ভালো সময় কাটিও।' সঙ্গে বেশ কিছু আদুরে ইমোজি জুড়ে দিয়েছেন ভিকি। জবাবে ইসাবেলা লেখেন, ‘তোমাকে অসংখ্য ধন্যবাদ’।
ভিকির ভাই সানির চর্চিত বান্ধবী শর্বরীও এদিন ইসাবেলাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। জন্মদিনেও কাজে ব্যস্ত ইসাবেলা। সেই কথা ইনস্টা পোস্টে জানিয়েছিলেন ক্যাটরিনার বোন। ক্যাটরিনারা সাত বোন, এর মধ্যে একমাত্র ইসাবেলা ও ক্যাটরিনাই গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত।
ক্যাটরিনার মতো ইসাবেলাও সলমনের হাত ধরেই ছবির জগতে প্রবেশ করেন। তাঁর প্রথম ছবি ছিল ‘ডক্টর ক্যাবি’। ইন্দো-কানাডীয় এই প্রোজেক্টের যৌথ প্রযোজক ছিলেন সলমন। ২০১৪ সালে মুক্তিপায় ই ছবি। ‘টাইম টু ডান্স' দিয়ে গত বছর বলিউডে ডেবিউ করেন ইসাবেলা। সুরজ পাঞ্চোলির সঙ্গে সেখানে অভিনয় করেছিলেন ক্যাটের বোন।