কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নতুন অতিথির কথা সমাজ মাধ্যমে জানান ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। যদিও বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল সকল মহলে, তবে খবরটি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়েছিলেন ভক্তরা।
তবে এবার যে খবরটি শুনতে পাওয়া গেল, তা আরও বেশি উচ্ছ্বাসের কারণ জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজোর দিন নাকি বাড়িতেই সাধভক্ষণ করেছেন ক্যাটরিনা কাইফ। বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই নাকি বাড়িতে সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
খবরটি জানা যায় সেলিব্রিটি সেফ শিলার্না ভাজের একটি পোস্ট থেকে। তারকা মহলে এই শেফের জুড়ি মেলা ভার। যে কোনও অনুষ্ঠানেই ডাক পড়ে এই মানুষটির। সোমবার দুপুরে শিলার্নার একটি পোস্ট ভাইরাল হয় যেখানে তিনি লেখেন, ‘কার সাধের অনুষ্ঠান বল তো?’ ছবি ভাইরাল হতেই আর বুঝতে বাকি থাকে না, কোন অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করছেন তিনি।
যেহেতু অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি ডেট রয়েছে ক্যাটরিনা কাইফের, তাই খুব স্বাভাবিকভাবেই মিলে যাচ্ছে সমস্ত অংক। হিসেব অনুযায়ী, ক্যাটরিনা কাইফের সাধ ভক্ষণের কথাই যে বলছেন সেলিব্রিটি শেফ, সেটা আর বুঝতে বাকি নেই কারও।
যদিও এই ব্যাপারে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল অথবা পরিবারের কোনও সদস্যদের তরফ থেকে কিছু বিবৃতি শোনা যায়নি। বোঝাই যাচ্ছে, এখন অনুষ্ঠানটিকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করছেন তারকা জুটি। খুব সম্ভবত সন্তানদের জন্মের পরেই একে একে ছবি পোস্ট করবেন তাঁরা। আপাতত সুন্দর এই সময়টা একান্তই ব্যক্তিগত রাখতে চাইছেন ক্যাট-ভিকি।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর ক্যাটরিনা কাইফ একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনার বেবি বাম্প স্নেহের সঙ্গে ধরে রয়েছেন ভিকি। এই সুন্দর সাদা কালো ছবিটি এক হাতে ধরে রয়েছেন ভিকি এবং অন্য হাতে ধরে রয়েছেন ক্যাট। এই ছবিটিই সব কথা বলে দেয়।
ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লেখেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে। ওম।’ খুব স্বাভাবিকভাবেই এই খবরটির জন্যই বোধহয় এতদিন অপেক্ষা করেছিলেন ভক্তরা। ক্যাটরিনার এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।