বলিউডে একটা সময় রাজত্ব করেছেন ক্যাটরিনা। সলমন খানের সঙ্গে প্রেম ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী। যদিও প্রকাশ্যে প্রেম নিয়ে একটা বাক্যও খরচ করেননি তাঁরা, পরে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। টেকেনি সেই প্রেম। শোনা যায়, বউমা হিসাবে নাকি ক্যাটরিনাকে পছন্দ ছিল না রণবীরের মা, নীতু কাপুরের।
রণবীরের সঙ্গে প্রেম ভাঙার পর ক্যাটরিনার ভাঙা মনে মলম লাগান ভিকি কৌশল। এরপর ৬ বছরের ছোট ভিকির গলাতেই মালা দেন ক্যাটরিনা। বিয়ের পর শোবিজ জগত থেকে নিজেকে খানিক গুটিয়ে নিয়েছেন ক্যাটরিনা। নায়িকার মা হওয়ার চর্চার বারবার জল পড়েছে। এর মাঝেই সোমবার শাশুড়ি মায়ের সঙ্গে সাঁই বাবা-র দরবারে হাজির হয়েছিলেন ক্যাটরিনা।
ভিকির মা বীণা কৌশলের সঙ্গে সাঁইবাবার দর্শনে শিরডিতে গিয়েছিলেন বলি নায়িকা। সাঁইয়ের দরবারের সেই ভিডিয়োগুলি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে তবে যে সবাইকে মুগ্ধ করেছে, তা হ'ল শাশুড়ির প্রতি ক্যাটরিনার স্নেহময় আচরণ। শিরডিতে তীর্থযাত্রা শেষে ক্যাটরিনা ও শাশুড়ি বীণা মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে পৌঁছান। দু'জনে বেরিয়ে আসার সময় ক্যাটরিনা বীণার কপালে চুমু খান গাড়ির দিকে যাওয়ার আগে। শাশুড়িমাকে এমনই মিষ্টিভাবে বিদায় জানান ক্যাট। যা দেখে সকলে বলছেন, ‘ক্যাটরিনা বউমা নম্বর ১’।
কেউ আবার বললেন, ‘শাশুড়ি বউমা নয়, মা-মেয়ে মনে হচ্ছে দুজনকে দেখে’। পাঞ্জাবি বাড়ির বিদেশি বউমায় এক কথায় মুগ্ধ নেটপাড়া। ক্যাটরিনার ফ্যানেরা ছাড়লেন না নীতু কাপুরকে খোঁচা দিতেও। রণবীর কাপুরের সাথে ক্যাটরিনার প্রাক্তন সম্পর্কের কথা টেনে একজন কমেন্টে লেখেন, ‘খুব খুশি যে ক্যাট নীতু মতো শাশুড়ির সাথে আটকে যায়নি, বরং বীণার মতো একজন মা পেয়েছে’।
২০১৬ সাল নাগাদ ভেঙে যায় রণবীর-ক্যাটরিনার বহুচর্চিত প্রেম কাহিনি। একসঙ্গে ‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯), ‘রাজনীতি’ (২০১০), ‘জগ্গা জাসুস’ (২০১৭)-এর মতো ছবিতে কাজ করেছেন দুজনে। জানা যায়, রাজ কুমার সন্তোষির ‘আজব প্রেম কি গজব কাহানি’র সময় থেকেই সম্পর্কে জড়ান রণবীর-ক্যাটরিনা। তার আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমলীলায় মগ্ন ছিলেন রণবীর।
রণবীর-আলিয়ার বিয়ের পর নীতু কাপুর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যা অনেকের চোখেই কুরুচিকর ঠেকেছিল। নেটপাড়ার দাবি ছিল ক্যাটকে উদ্দেশ করেই ছিল সেই ‘অস্বাস্থ্যকর’ পোস্ট। নীতু কাপুরের মানসিকতাকে করা হয়েছিল তুলোধনা। বিতর্কিত পোস্টে লেখাছিল, ‘তোমাকে ৭ বছর ধরে সে ডেট করেছে মানে এই নয় তোমাকেও বিয়েও করবে। আমার কাকা ৬ বছর ধরে মেডিসিন পড়েছে, আর এখন তিনি ডিজে’।
ক্যাটের সঙ্গে ব্রেকআপের পর ২০১৭ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। ক্যাটরিনা অবশ্য় আরও কয়েক বছর সময় নেন মনের ক্ষত শুকানোর জন্য। ২০১৯ সালে ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার প্রেমের সূত্রপাত। এরপর ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় বিয়ের পর্ব সারেন দুজনে। ভিক্যাটের বিয়ের চার মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধেন ‘রালিয়া’।