পরপর দুটো সিনেমা আসছে ক্যাটরিনা কাইফের। নভেম্বরে মুক্তি পাচ্ছে সলমন খানের সঙ্গে স্পাই থ্রিলার টাইগার থ্রি। আর তার ৩ সপ্তাহ পরেই মুক্তি পাবে শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস। ৮ ডিসেম্বর মেরি ক্রিসমাসের মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আর তারপরই দেখা যায় এটির সঙ্গে সংঘর্ষ হচ্ছে সিদ্ধার মলহোত্রার যোদ্ধা-র। যার মুক্তির তারিখও করণ জোহর ঘোষণা করেন মঙ্গলবার ইনস্টাগ্রামে।
তরণ আদর্শ বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফের ‘মেরি ক্রিসমাস’-এর আপডেট শেয়ার করে সমাজমাধ্যমে লেখেন, ‘ক্যাটরিনা কাইফ: বিজয় সেতুপতি: ‘মেরি ক্রিসমাস’ আসছে এক সপ্তাহ আগে… ৮ ডিসেম্বর হল মেরি ক্রিসমাসের নতুন মুক্তির তারিখ। মেরি ক্রিসমাসে প্রথমবার একসঙ্গে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি। মেরি ক্রিসমাস পরিচালক শ্রীরাম রাঘবন। শ্যুটিং হয়েছে দুটি ভাষায় হিন্দি ও তামিলে পৃথক সহ-অভিনেতাদের নিয়ে।’
করণ জোহর ইনস্টাগ্রামে দেন যোদ্ধা নিয়ে আপডেট। তিনি এই ছবির প্রযোজক। লেখেন, ‘আমরা আসছি ৮ ডিসেম্বর ২০২৩-এ সিনেমা হলে।’ সঙ্গে ছবির পোস্টার। যাতে শুধু লেখা সিনেমার নাম, আর মুক্তির তারিখ। এই ছবিতে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে রয়েছেন রাশি খান্না আর দিশা পাটানি। ছবির পরিচালনা শশাঙ্ক খৈতানের।
নভেম্বর থেকে ডিসেম্বরে বলিউডে জবরদস্ত হল দখলের মারামারি হবে। ১০ নভেম্বর আসবে টাইগার থ্রি। ১ ডিসেম্বর রণবীর কাপুরের অ্যানিমাল। ২২ ডিসেম্বর শাহরুখ খানের ডাঙ্কি আর প্রভাসের সালার। আর এসবের মাঝে এখন স্যান্ডুইচ হবে মেরি ক্রিসমাস এবং যোদ্ধা।
এর আগে দুটি ছবিরই মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। সেই সময় করণ বেশ ক্ষোভ প্রকাশ করেই সামাজিকমাধ্যমে লেখেন, ‘ছবি মুক্তির তারিখ ঘোষণার আগে সামান্য় একটি ফোন করার সৌজন্য়ও দেখানো হয়নি। এটি স্টুডিও এবং প্রযোজকদের জন্য সঠিক সিদ্ধান্ত নয়, বিশেষ করে সিনেমার এই কঠিন সময়ে। এখন যদি আমরা একে অপরের পাশে না দাঁড়াতে পারি, তাহলে নিজেদেরকে একটা পরিবার বলাই ভুল হবে।’ তবে এবার নিজেই করলেন সেই কাজ। মেরি ক্রিসমাসের তারিখ ঘোষণা হতেই, তড়িঘড়ি নিজের ‘যোদ্ধা’-কেও এগিয়ে আনলেন এক সপ্তাহ।
বলে রাখা ভালো, যোদ্ধা কিন্তু বারংবার পিছিয়েছে। ২১ সালের নভেম্বর মাসে এই সিনেমার ঘোষণা করেছিলেন সিদ্ধার্থ মলহোত্রা। তারপরেও এভাবে যেচে গিয়ে ‘মেরি ক্রিসমাস’-এর সঙ্গে টক্কর প্রশ্ন তুলছে বলিউডের অন্দরে ফাটলের। এসবের ছাপ আবার করণ জোহর-ক্যাটরিনা কাইফের সম্পর্কে পড়বে না তো?