বাংলা নিউজ > বায়োস্কোপ > Kattappa To Modi: মাহিষ্মতী সাম্রাজ্যের বিশ্বস্ত যোদ্ধা! এবার মোদী হয়ে পর্দায় ফিরছেন 'বাহুবলী'র 'কাটাপ্পা' সত্যরাজ

Kattappa To Modi: মাহিষ্মতী সাম্রাজ্যের বিশ্বস্ত যোদ্ধা! এবার মোদী হয়ে পর্দায় ফিরছেন 'বাহুবলী'র 'কাটাপ্পা' সত্যরাজ

মোদীর বায়োপিকে 'কাটাপ্পা' সত্যরাজ

ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা লিখেছেন, ‘প্রবীণ অভিনেতা সত্যরাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে নরেন্দ্র মোদীর-এর ভূমিকায় অভিনয় করবেন।’ ছবির বিষয়ে বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে।

'কাটাপ্পা নে বাহুবলী কো কিঁউ মারা?' এরই উত্তর খুঁজতে প্রায় ২ বছর টানা অপেক্ষা। আর এরপরই ২০১৭-র ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল 'বাহুবলী-২'। ছবি ব্লকবাস্টার। উত্তরও মিলেছিল। তবে 'বাহুবলী'কে হত্যার পরও দর্শক মনে ভালোবাসার চিরকালীন স্থান করে নেন 'কাটাপ্পা' সত্য়রাজ।

দক্ষিণী অভিনেতা সত্যরাজ-কে এখনও সিনেপ্রেমী মানুষ 'কাটাপ্পা' রূপেই ভালোবাসেন। তবে এবার ভোল বদলে সম্পূর্ণ অন্য়ভাবে ধরা দিতে চলেছেন সত্যরাজ। এবার তিনি যে ভূমিকায় অভিনয় করতে চলেছেন, সেকথা জানলে হয়ত আপনিও চমকে যাবেন। সোশ্যাল মিডিয়ায় নিয়ে, ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা লিখেছেন, ‘প্রবীণ অভিনেতা সত্যরাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে নরেন্দ্র মোদীর-এর ভূমিকায় অভিনয় করবেন।’ ছবির বিষয়ে বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন-ভোট বড়ই কঠিন!পাহাড়ি পথে ৪৫০কিমি হেঁটে হাড়ে হাড়ে টের পাচ্ছেন, কঙ্গনা বলছেন, ‘আমি ক্লান্ত ও ক্ষুদার্থ’

আরও পড়ুন-আদৃতের সোহাগে-আদরে মাখামাখি হতে একান্তযাপন, মধুচন্দ্রিমায় কোথায় গেলেন 'নতুন বউ' কৌশাম্বি?

মোদীপ আসন্ন বায়োপিক সম্পর্কে বিশদ তথ্য নির্মাতাদের তরফে গোপন রাখা হয়েছে। শুধুমাত্র এই বায়োপিকে নাম ভূমিকায় যিনি অভিনয় করছেন, সেই সত্যরাজের কাস্টিং ছাড়া। বলাই বাহুল্য সত্যরাজের কেরিয়ারে মোদীর বায়োপিকে খোদ তাঁর চরিত্রে অভিনয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।

প্রসঙ্গত, এটা নরেন্দ্র মোদীর দ্বিতীয় বায়োপিক হতে চলেছে। কারণ এর আগে ২০১৯-এ মোদীর বায়োপিকে অভিনয় করেন বিবেক ওবেরয়। যদিও এক্ষেত্রে অভিনেতা সত্যরাজ নিজে এখনও কোনও অফিসিয়াল কনফার্মেশন দেননি। কাজের ক্ষেত্রে তাঁকে শেষ দেখা গিয়েছে ‘ সিঙ্গাপুর সেলুন ‘ ছবিতে। তবে তারপর থেকে তিনি আর কোনও ছবির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি। তবে এক্ষেত্রে ’কাটাপ্পা’ সত্যরাজ মোদীর ভূমিকায় অভিনয় করলে সেই ছবির প্রতি আলাদা আগ্রহ তৈরি হবে, তা বলাই বাহুল্য। 

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.