টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। শো-এর মূল আকর্ষণ, সঞ্চালকের আসনে অভিনেতা অমিতাভ বচ্চন। দর্শকদের একাংশ এই শো-এর অন্ধভক্ত। শো’তে হাজির প্রতিটা প্রতিযোগি কঠিন প্রশ্নের উত্তর দিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন মোটা অঙ্কের একটা টাকা। অপেক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই পর্দায় টেলিকাস্ট হতে চলেছে শো-এর ১৩ নম্বর সিজন।
আগামী ২৩ অগস্ট থেকে সোনি টিভিতে সম্প্রচার শুরু হবে কেবিসির। সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত ৯ টায় সম্প্রচার হবে এই শো। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে প্রোমো শেয়ার করে ইতিমধ্যে এই তথ্য দিয়েছে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৩। ফের একবার এই শো নিয়ে ফিরে আসছেন বিগ বি। ইতিমধ্যে সোনি টিভির সোশ্যাল মিডিয়ার তরফে আসন্ন সিজেনের নতুন প্রোমোও প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে, প্রথম এবং দ্বিতীয় অংশে অসাধারণ প্রতিক্রিয়ার দর্শকদের ধন্যবাদ জানানো হয়েছে চ্যানেলের তরফে। ২৩ অগস্ট থেকে রাত ৯টায় শুধুমাত্র সোনি টিভিতে দেখা যাবে শো।
মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামে কেবিসির নতুন প্রোমের শ্য়ুটিং হয়েছে। প্রোমোতে দেখানো হয়েছে, গ্রামের এক সাধারণ মানুষ মেধার জোরে অমিতাভ বচ্চনের মুখোমুখু বসে হট সিটে। একের পর এক সঠিক জবাব দিয়ে জিতে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। প্রশংসা কুড়িয়েছেন বিগ বি এবং আপামর জনতার।