বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaun Banega Crorepati 14: কেবিসির সেটে কেন হারেম প্যান্ট পরেছিলেন অমিতাভ! ফাঁস করলেন সেই গল্প

Kaun Banega Crorepati 14: কেবিসির সেটে কেন হারেম প্যান্ট পরেছিলেন অমিতাভ! ফাঁস করলেন সেই গল্প

কেবিসির সেটে অমিতাভ বচ্চন

Kaun Banega Crorepati: সেটে মূলত স্যুট-প্যান্টে দেখা মেলে অমিতাভের। কিন্তু একবার হারেম প্য়ান্ট পরে সেট থেকে ছবি শেয়ার করেছিলেন বিগ বি। এরপরই উপস্থিত এক প্রতিযোগী অমিতাভকে ফ্য়াশন নিয়ে জিজ্ঞেস করে বসে। 

৮০ বছর বয়সে দাঁড়িয়েও তিনি বলিউডের শেহনশা। তাঁর প্রতিটা চালচলন নজর কাড়ে অনুরাগীদের। এই বয়সে এসেও একাধিক ছবির শ্যুটিং করছেন, কৌন বনেগা ক্রোড়পতির মতো জনপ্রিয় রিয়ালিটি শো হোস্ট করছেন অমিতাভ বচ্চন। শো চলাকালীন প্রতিযোগীদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে থাকতে দেখা যায় বিগ বি-কে।

শোয়ে আসা একজন প্রতিযোগী অমিতাভকে তাঁর ফ্যাশন পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করলে, কিছু বলার আগে হারেম প্যান্ট পরা অভিনেতার একটি ছবি দেখিয়েছিলেন তাঁকে। আরও পড়ুন: যেন ফেটে বেরিয়ে আসছে, গ্ল্যামার! যে পোশাকে সামনে এলেন জাহ্নবী

প্রতিযোগী বৈষ্ণবী পেশায় একজন রিপোর্টার। তিনি জানিয়েছেন, অমিতাভের সাক্ষাৎকারে নেবেন, এমনটা তাঁর স্বপ্ন ছিল। অমিতাভ বলেন, ‘এর পেছনে একটা গল্প আছে। আমি হৃষিকেশে শ্যুটিং করছিলাম। প্রোডাকশন টিমের কয়েকজনকে এই ধরনের প্যান্ট পরে থাকতে দেখেছি। হাওয়া বইলে প্যান্টও উড়ত, আমার বেশ ভালো লাগত। দেখতে এত আরামদায়ক লাগত, তাই মনে মনে ভেবেছিলাম, আমারও এমন একটা প্যান্ট চাই। একটু হাওয়া পাস হয়ে যাবে। কোথায় থেকে কিনেছে ওদের জিজ্ঞেস করতেই, বলল বাজার থেকে। কয়েকজনকে বাজারে পাঠানোর পর ওরা খুঁজে পায়নি।' আরও পড়ুন: গোল্ডেন গাউনে বোল্ড লুকে মালাইকা, পুরো আগুন লুকে ধরা দিলেন বলিউড ডিভা

অমিতাভের শেয়ার করা ছবি
অমিতাভের শেয়ার করা ছবি

অভিনেতা যোগ করেন, 'কিছুদিন পর, প্রযোজনা টিমের ডিজাইনার আমার জন্য এটি খুঁজে বের করেছিলেন এবং আমার কাছে পাঠিয়েছিলেন। এখানে যে ছবিটি দেখেছেন, সেটি কেবিসি সেটে শ্যুট করা হয়েছে। আমি সেটে এসেছিলাম কেবিসির জন্য নয়, রিহার্সালের জন্য। আমি তাদের জিজ্ঞাসা করলাম, আমি শ্যুটের জন্য কেমন পোশাক পরব, বলল আমাকে স্যুট পরতে হবে এবং আরও বলল 'এটি একটি রিহার্সাল, আপনি যা চান তাই পরতে পারেন'। এরপর এই পাজামা পরেছিলাম। আমার কুর্তা ছিল না, তাই এটির সঙ্গে শার্ট পরেছিলাম। এভাবেই ফিউশন হয়ে গিয়েছে। কোনও ফ্যাশন নয়, বাধ্যতামূলক ছিল। এতে চাবি রাখার জন্য একটি লাল পকেটও ছিল।'

এই বছর জুলাইয়ে, অমিতাভ সেট থেকে ছবি শেয়ার করেছিলেন। এমনকি নিজের পোশাক নিয়ে মজা করে একটি কবিতাও লিখেছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এই গ্রামে দশেরা কোনও উৎসব নয়, রাবণের মৃত্যুতে আজও শোকপালন করেন বাসিন্দারা, কেন? 'ভুল থেকে আমি…' নাতাশার সঙ্গে ডিভোর্সের পর প্রথম জন্মদিন, কী শপথ নিলেন হার্দিক? ‘এটুকু স্বার্থত্যাগ…’, জুনিয়র ডাক্তারদের ডাকা অরন্ধন নিয়ে আবেদন সুদীপ্তার চোট নাকি অন্য কিছু? কী জন্য IND vs NZ Test সিরিজ থেকে বাদ পড়লেন মহম্মদ শামি? অনশনে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ মেডিক্যালের এক ছাত্র, ভর্তি করা হল হাসপাতালে নবমীতে বাংলার নারীশক্তির জয়গাথা! এশিয়ান TT-তে 'পদক জিতে' ইতিহাস ঐহিকা-সুতীর্থার সব বাথরুমগুলোতে খুঁজলাম, কেউ আটকে পড়েনি তো! দুর্ঘটনায় বাগমতি, কীভাবে উদ্ধারকাজ? নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, লক্ষ্মীপুজো থেকে বৃষ্টি বাড়বে! এখন কোন জেলায় হবে? ‘‌হিন্দুদের রাজনৈতিক হাতিয়ার হতে দেওয়া হবে না’‌ কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা বন্ধ চা–বাগানগুলিও মেতে উঠল দুর্গাপুজোয়, রাজ্যের অনুদানে উৎসবে ফেরেন শ্রমিকরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.