কৌন বনেগা ক্রোড়পতি ১৫ এখন অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। এই শো যে কেবল বিনোদন দেয় এমনটাই নয়, একাধিক বিষয় তথ্য জানায়। গত পর্বে যিনি অংশগ্রহণকারী ছিলেন ডক্টর আশিষ তিনি দারুণ উপায়ে সমস্ত তথ্য মনে রাখেন। কিন্তু কীভাবে? কোন পদ্ধতিতে? অমিতাভ বচ্চনের কথায় তিনি একটি সহজ উদাহরণ দিয়ে দেখান যে কেউ চাইলে কীভাবে ভারতের ৮ কেন্দ্রশাসিত অঞ্চলের নাম মুখস্থ রাখবেন।
এদিনের পর্ব সেই ব্যক্তির ৪০,০০০ টাকার প্রশ্ন দিয়ে শুরু হয়। ৮০,০০০ এর প্রশ্নে গিয়ে তিনি ডাবল ডিপ লাইফলাইন নেন। সেই অর্থের জন্য তাঁকে প্রশ্ন করা হয় যে কোন ছবিতে সুনীল শেট্টি এবং অক্ষয় কুমার একত্রে অভিনয় করেননি? তাঁকে দেওয়া চারটি অপশন ছিল ধড়কন, সূর্যবংশী, হেরা ফেরি এবং মোহরা। প্রথমে তিনি অপশন সি অর্থাৎ হেরা ফেরি বললেও পরে শুধরে নিয়ে বলেন অপশন বি বা সূর্যবংশী।
অমিতাভ তাঁর পড়াশোনা প্রসঙ্গে কী বলেন?
এই অংশগ্রহণকারীর তথ্য মনে রাখার পদ্ধতি দেখে মুগ্ধ হয়ে যান বিগ বি। তিনি যেভাবে তাঁর ছাত্রদের উত্তর মনে রাখতে সাহায্য করেন সেটার তারিফ করেন অমিতাভ। একই সঙ্গে তিনি তাঁর গ্র্যাজুয়েশনের সময়ের স্মৃতি মনে করে বলেন, 'আমি তো বিএসসি নিয়েই পাগল হয়ে গিয়েছিলাম। একদমই সহজ ছিল না বিষয়টা। পুরো ভুল বিষয় বেছে নিয়েছিলাম। তাও কোনও মতে ৩ বছর সহ্য করেছি। আমি তো প্রথমে ফিজিক্সে ফেল করেছিলাম। তারপর আবার পরীক্ষা দিয়ে পাশ করি।'
আরও পড়ুন: বাংলাদেশের চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলা, প্রতিবাদে সোচ্চার শাহানা-জ্যোতিরা, গ্রেফতার ১
আরও পড়ুন: জওয়ানকে ফের চেকমেট ফুকরে ৩-এর! ২৮ তম দিনে কত ঘরে তুলল শাহরুখের ছবি?
অমিতাভ বচ্চন এদিন জানান ২০১৫ সালে ডক্টর আশিষের নাম গিনিস বুকে ওঠে। সেই ব্যক্তি তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, 'আমি চেয়েছিলাম এটা যেন আপনার জন্মদিনে হয়। কিন্তু সেটা না হলেও আপনার জন্ম মাসে, ১৮ অক্টোবর হয়। এছাড়া আমি এক লাখ ম্যাগনেট দিয়ে আই লাভ অমিতাভ লিখেছিলাম। যদিও সেটা করতে আড়াই বছর লেগে গিয়েছিল।'
এদিন এই ব্যক্তি ১২ লাখ ৫০ হাজার টাকা জেতেন। তিনি জানান তাঁর গাড়ি এবং বাড়ির লোন থাকলেও এই অর্থ দিয়ে সেগুলো শোধ করবেন না। বরং বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য খরচ করবেন।