জমে উঠেছে অমিতাভ বচ্চন সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতি। এই শোয়ে প্রতিযোগীদের সঙ্গে বিগ বি অমিতাভ বচ্চনের মন খুলে আড্ডা অনেকেরই বেশ পছন্দ হয়েছে। সম্প্রতি এই শোয়ে বিগ বি-র সামনে হাজির ছিলেন এক আদিবাসী প্রতিযোগী বান্টি ভাদিভা। যিনি কিনা ‘ফিঙ্গার ফার্স্ট’ পর্ব জিতে শোয়ের হট সিটে পৌঁছে যান।
বান্টি বিগ বি-কে জানান, কেবিসি-১৬তে এসে তাঁর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। জানান, তাঁর বাবা একজন কৃষক, যিনি কিনা মাসে ১১ হাজার টাকা রোজগার করেন এবং ছেলেকে বড় করে তুলতে, পড়াশোনা শেখাতে তাঁর বাবা অনেক কষ্ট সহ্য করেছেন বলেও জানান বান্টি। এসব শুনে অমিতাভ বচ্চন বান্টির বাবার প্রশংসা করেন, তাঁর কাজের প্রতি শ্রদ্ধা জানান। এসব নানান কথার মাঝে বান্টি বিগ বি-কে জানান তিনি অজয় দেবগনের অনুরাগী। অজয় দেবগনের শান্ত স্বভাব ও হালকা হাসির জন্যই তাঁর অজয় দেবগনের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে বলেও জানান বান্টি। আর তখনই অজয়কে নিয়ে গোপন কথা ফাঁস করেন।
বিগ বি বলেন, ‘অজয় যেমন শান্ত, তেমনই আমার ভয়ঙ্কর। (ঝগরে বাক হোগি তো ২-৪ কো এয়সেহি পটক দেঙ্গে বো) অর্থাৎ ঝগড়া হলে ২-৪ ঘা দিয়েই দেবে।' অর্থাৎ অজয়কে দেখতে খুব শান্ত হলেও, রেগে গেলে তিনি যে ভয়ঙ্কর সেকথাই অভিনেতার অনুরাগী বান্টি ভাদিভার কাছে ফাঁস করেছেন অমিতাভ বচ্চন। আর অজয়কে নিয়ে বিগ বি-র এমন কথা শুনে না হেসে পারেননি বান্টি। হেসে ফেলেন উপস্থিত দর্শকরাও।
এদিকে এখনও পর্যন্ত আদিবাসী প্রতিযোগী বান্টি ভাদিভ KBC-16-এ ২৫ লক্ষ টাকা জিতে ফেলেছেন। তবে এরপরেও প্রতিযোগিতা ছাড়েননি বান্টি। অমিতাভ বচ্চনকে পরবর্তী পর্বে বান্টিকে পরবর্তী প্রশ্ন করতে দেখা যাবে। এখন দেখার এই প্রতিযোগিতা থেকে বান্টি ভাদিভ কোটিপতি হতে পারেন কিনা।