কৌন বানেগা ক্রোড়পতি, এমন একটি অনুষ্ঠান যা বছরের পর বছর সফলভাবে চলে আসছে। এই অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক অমিতাভ বচ্চন এই অনুষ্ঠানটিকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আর অন্য কারোর পক্ষে হয়তো তা সম্ভব ছিল না। কেবিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে মঞ্চে ফের আরও একবার ডেকে আনা হয় পুরনো প্রতিযোগীদের।
২০০০ সালে অমিতাভ বচ্চনের হাত ধরে শুরু হয়েছিল এই অনুষ্ঠানটি। যদিও মাঝে একবার শাহরুখ খানকে নিয়ে আসা হয়েছিল সঞ্চালক হিসেবে, কিন্তু তা মানুষের খুব একটা পছন্দ হয়নি। ফলে ফের অমিতাভের হাত ধরেই পথ চলা শুরু হয় এই অনুষ্ঠানের। অনুষ্ঠানের ২৫ বছর পূর্তি উপলক্ষে নস্টালজিয়ায় ভাসলো গোটা টিম। ডেকে আনা হল পুরনো প্রতিযোগীদের।
আরও পড়ুন: 'সেলিব্রিটি, তাই ওঁকে নিয়ে এত অলোচনা…', সইফ বাড়ি ফেরার পর তাঁকে কেন এমন বললেন করিনার প্রাক্তন শাহিদ?
পুরনো প্রতিযোগীদের মধ্যে অন্যতম এক প্রতিযোগী ছিলেন ববিতা তাদে। কোন বানেগা ক্রোড়পতি ১১- এর প্রতিযোগী ছিলেন তিনি। জিতে ছিলেন ১ কোটি টাকা। একসময় যে স্কুলে বাচ্চাদের খিচুড়ি পরিবেশন করতেন তিনি, সেই স্কুলেরই আজ থেকে শিক্ষিকা। তবে এই যাত্রা এত মসৃণ হত না যদি তিনি কেবিসির মঞ্চে আসতেন।
ববিতা বলেন, পাঁচ বছর আগে এই মঞ্চে ১ কোটি টাকা জেতার পর যে আত্মবিশ্বাস আমি অর্জন করেছি, তা চিরকাল আমার সঙ্গে থেকে যাবে। এই আত্মবিশ্বাস আমাকে দিয়েছেন অমিতাভ বচ্চন এবং কেবিসির মঞ্চ। কেবিসি আমার গোটা জীবনকেই পাল্টে দিয়েছে। আমি আজ যা করতে পেরেছি এবং যা সম্মান অর্জন করতে পেরেছি তা পুরোটাই এই অনুষ্ঠানের জন্য।
আরও পড়ুন: এবার কার্তিকের শিক্ষক শাহরুখ! ভুলভুলাইয়া ৩-র নায়ককে কী টিপস দিলেন কিং খান?
আরও পড়ুন: 'আমার সেই সাহস, বুকের পাটা আছে যে...', কোল্ডপ্লের কনসার্টে বেসুরে গাইতেই জ্যাসলিনকে কটাক্ষ কিশোরী অন্তরার!
ববিতা আরও বলেন, আমি গোটা টিমকে অভিনন্দন জানাই ২৫ বছর পূর্ণ করার জন্য। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আছেন বলেই আমাদের মত মানুষের স্বপ্ন পূরণ হয়। অমিতাভ বচ্চনও ববিতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, ১ কোটি টাকা যে তারপরেও আপনি যে নিজের নিজস্বতা হারিয়ে ফেলেন নি, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রসঙ্গত, কৌন বানেগা ক্রোড়পতি সেই অনুষ্ঠান যেই অনুষ্ঠান শুধু প্রতিযোগীদের নয়, পাল্টে দিয়েছে অমিতাভ বচ্চনের জীবনও। ঋণে জর্জরিত অমিতাভকে উদ্ধার করেছিল এই অনুষ্ঠান। তাই যতই কাজে ব্যস্ততা থাক না কেন, এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য কখনও না বলেন না বিগ বি।