‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ সর্বশেষ পর্বটি হয়ে উঠেছিল বেশ জমজমাটি। হরিয়ানার গৃহিণী সরিতা রানির সঙ্গে খেলা শেষ হওয়ার পর সুযোগ পেয়েছিলেন প্রেম স্বরূপ সিং নেগি। নতুন দিল্লিতে প্রেম স্বরূপ উত্তরকাশির বাসিন্দা, যদিও বর্তমানে তিনি দিল্লির বাসিন্দা। প্রেম স্বরূপের সঙ্গে কথোপকথনে উঠে আসে টেনিস খেলার প্রসঙ্গ, যে কথা বলতে গিয়ে অমিতাভ শেয়ার করেন একটি মজাদার ঘটনা।
অমিতাভ বচ্চনের সঙ্গে কথোপকথন চলাকালীন প্রেমস্বরূপ বলেন, তিনি SSB - এর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ৩৫ বছর চাকরি করার পর ৬ বছর আগে তিনি অবসর গ্রহণ করেন। কর্মজীবনে জাতিসংঘের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন প্রেম স্বরূপ।
আরও পড়ুন: জাতপাত তুলে ‘কটাক্ষ’ করেন রাজ কাপুর? এতদিন পর মুখ খুললেন জারিনা ওয়াহাব
আরও পড়ুন: তানজানিয়ার জঙ্গলে জেব্রার সামনে 'ভুলভুলাইয়া' নাচ বনি-কৌশানির, নেটিজেনের কমেন্ট, ‘ভাবছি বাঘ এলে…’
খেলা চলাকালীন ৪০ হাজার টাকার প্রশ্নটি ছিল নিক বলেটিয়েরি কোন খেলার কোচ ছিলেন? উত্তর ছিল ‘টেনিস’। উত্তরটি দিয়ে প্রেম স্বরূপ বলেন, ‘তিনি টেনিস খেলার বিশাল ভক্ত। শুধু তাই নয়, প্রতিদিন সকালে তিনি টেনিস খেলেন। অল ইন্ডিয়া পুলিশ মিটে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনালের জন্য সিলেক্ট হয়েছিলেন তিনি।’
টেনিস প্রসঙ্গে কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন নিউ ইয়র্কের একটি ঘটনা শেয়ার করেন সকলের সঙ্গে। তিনি বলেন, ‘আমি একবার নিউইয়র্কে ছিলাম, তখন একদিন মাঠে গিয়েছিলাম টেনিস ম্যাচ দেখতে। টিকিট কেটে অন্যান্য দর্শকদের মতো ওপরের গ্যালারিতে বসেছিলাম আমি। হঠাৎ করে কয়েকজন ভারতীয় আমার কাছে আসেন এবং আমার ফটোগ্রাফ চান।’
বিগ বি বলেন, ‘আমি যখন অটোগ্রাফ দিচ্ছি তখন হঠাৎ খেয়াল করি আমার দুই পাশে বসে থাকা দুজন মহিলা আমাকে এক দৃষ্টে দেখছেন। কিছুক্ষণ বাদে তাঁরা আমায় বললেন, আমরা ভীষণ আনন্দিত যে বিজয় অমৃতরাজের সঙ্গে আমরা দেখা করতে পেরেছি। আমি বুঝলাম ওঁরা বিজয় অমৃতরাজের সঙ্গে আমায় গুলিয়ে ফেলেছেন।’
আরও পড়ুন: এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন না অমিতাভ-শাহরুখ-সলমন, উদ্বোধনের দিন বলিউড থেকে থাকছেন কারা?
আরও পড়ুন: ‘বাবার সঞ্চয় শেষ করে গয়না’ না কিনে ভাইরাল এই কন্যে, ঊষসীর বিয়ের ডিজাইনার বেনারসির দাম কত জানেন?
অভিনেতা বলেন, ‘আমি এবং বিজয় অমৃত রাজ দুজনেই যেহেতু ভারতীয় এবং দুজনের উচ্চতা মোটামুটি একই রকম তাই গুলিয়ে ফেলাটা ভীষণ স্বাভাবিক। তবে শুধু আমার সঙ্গে বসে থাকা ওই দুই মহিলা দর্শক নন, যারা আমার কাছ থেকে ফটোগ্রাফ নিয়েছিলেন তাঁরাও ভেবেছিলেন আমি একজন টেনিস খেলোয়াড়। আমি সকলের কাছে ব্যাপারটা খোলসা করে বলি, আমি একজন শিল্পী, কোনও টেনিস খেলোয়াড় নই। ওনাদের মত আমিও একজন দর্শক।’
অমিতাভ বচ্চনের এই অভিজ্ঞতার কথা শুনে উপস্থিত দর্শকরা হো হো করে হেসে উঠেন। টেনিস নিয়ে এই কথোপকথনের মধ্যেই অনুষ্ঠান শেষ হওয়ার ঘন্টা বেজে যায়। দর্শকদের সঙ্গে আবার বেশ কিছুটা মজা করার পর অবশেষে অনুষ্ঠান শেষ করার ঘোষণা করেন অমিতাভ।