কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে বিশেষ অতিথি হিসেবে আসতে চলেছেন নানা পাটেকর। আর সেই পর্বের একটি প্রোমো এদিন প্রকাশ্যে আনা হল। সেখানেই দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেতা মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার গল্প যেমন শোনাবেন তেমনই তিনি আবৃত্তি করবেন তাঁর বন্ধু জাভেদ আখতারের একটি কবিতাও।
কী ঘটেছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে?
বনবাস ছবিটির কলাকুশলী যেমন নানা পাটেকর, উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, অনিল শর্মা একসঙ্গে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে আসতে চলেছেন। আগামী শুক্রবার, ১৩ ডিসেম্বর সম্প্রচারিত হবে এই পর্ব। সেখানেই নানা পাটেকরকে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, তাঁর সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা সব কিছু প্রসঙ্গে কথা বলতে শোনা যাবে। নানা পাটেকর এদিন নাম ফাউন্ডেশনের হয়ে খেলবেন যাতে তাঁর জেতা অর্থ কৃষকদের সাহায্যের জন্য পাঠানো যায়।
এই এপিসোডেই দর্শকদের একজন নানা পাটেকরকে প্রশ্ন করবেন যে মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন তাঁর সেই বিষয়ে কথা বলতে গিয়ে স্মৃতি হাতড়ে নানা জানান, 'ওটা একটা দারুণ অভিজ্ঞতা। ও একজন দুর্দান্ত অভিনেত্রী। যেমন ভালো অভিনেত্রী, তেমন ভালো নৃত্যশিল্পী। একজন মানুষের থেকে যা যা গুণ প্রত্যাশা করা যায় ওঁর মধ্যে সব আছে। ও মানুষ হিসেবেও ভীষণ ভালো। আমি ওঁকে খুব শ্রদ্ধা করি।' প্রসঙ্গত নানা পাটেকর এবং মাধুরী দীক্ষিত একসঙ্গে ওয়াজুদ ছবিতে কাজ করেছিলেন।
আরও পড়ুন: কল্কি ২৮৯৮ এডি থেকে হীরামান্ডি: ২০২৪-এর IMDB-এর সবথেকে জনপ্রিয় ভারতীয় সিনেমা-সিরিজ কোনগুলো?
আরও পড়ুন: গুগলের সবচেয়ে বেশি সার্চ টার্মের মধ্যে স্থান বিরাট-অনুস্কার ছেলে অকায়'র! ঠিক কী জানতে চায় মানুষ?
এই ছবিতেই মাধুরীর জন্য নানা পাটেকরকে একটি আবৃত্তি করতে শোনা গিয়েছিল। সেই বিষয়ে বর্ষীয়ান অভিনেতা বলেন, 'ওই কবিতাটা জাভেদ আখতার লিখেছেন তাও ওই ছবিটা তৈরি হওয়ার ৩০-৩৫ বছর আগে। ওই কবিতার স্মৃতি আমার মনে এখনও তাজা হয়েই আছে মাধুরীর জন্য। আমি ওঁর জন্য পাঠ করেছিলাম কবিতাটা। কেউ ওই প্রসঙ্গ মনে করালেই কত স্মৃতি মনে পড়ে যায়।'