কৌন বনেগা ক্রোড়পতি শোয়ের সিজন ১৬ শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক মাস হল। এবার তাতে অংশ নিতে আসছেন ভারতের দুই জনপ্রিয় গায়ক শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম। সেই পর্বের ঝলকই এদিন প্রকাশ্যে আনল চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মেয়ের জন্মের পরই ঠিকানা বদল! বান্দ্রায় নতুন ফ্ল্যাট কিনলেন দীপিকা - রণবীর, কত খরচ পড়ল?
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের মাঝেই মদ্যপ অবস্থায় যুবতীকে হেনস্থা পুলিশের? প্রতিবাদে ফের গর্জে উঠলেন স্বস্তিকা
কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর নতুন প্রোমো
এদিন সোনি টিভির তরফে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনের হট সিটে কোনও এক ব্যক্তি বসে নেই। নেই কোনও সাধারণ মানুষ। বরং আছেন দুই তারকা। সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। হ্যাঁ, তাঁরাই আগামী পর্বে অতিথি হয়ে আসছেন।
এই বিশেষ পর্বে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল অমিতাভ বচ্চনকে একটি চমক উপহার দেবেন। তাঁরা দুজন এদিন তেরে মেরে মিলন কী এ রেয়না এবং যদি তারে নাই চিনি গো সেকি গান দুটো একসঙ্গে পারফর্ম করবেন। কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর মঞ্চে বাংলার মেয়ে এবং জামাইয়ের এই পারফরমেন্স দেখে বলাই বাহুল্য মুগ্ধ হবেন অমিতাভ। তাঁকে এদিন উঠে এসে দুই তারকাকে জড়িয়ে ধরতে দেখা যায়।
এদিনের এই প্রোমো পোস্ট করে লেখা হয়, 'কৌন বনেগা ক্রোড়পতিতে সুর এবং জ্ঞানের মিলন হবে সোনু নিগম, শ্রেয়া ঘোষাল এবং অমিতাভ বচ্চনের সঙ্গে। আগামী ২০ সেপ্টেম্বর রাত ৯টায় দেখুন এই পর্ব।' অর্থাৎ আগামী শুক্রবার এই বিশেষ পর্ব দেখা যাবে কেবিসির।
আরও পড়ুন: 'প্রশাসনের গালে চটি'! জুনিয়র ডাক্তারদের ধর্নায় 'অরাজনৈতিক' দেবলীনার স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। বিশেষ করে এভাবে জাতীয় টেলিভিশনে শ্রেয়ার গলায় বাংলা শুনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'জাতীয় টেলিভিশনে এভাবে শ্রেয়ার গলায় যদি তারে শুনতে পাব আমার কল্পনাতেও ছিল না।' কেউ আবার লেখেন, 'শ্রেয়ার গলায় বাংলা অংশটা কী সুন্দর লাগছে শুনতে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সবার গান শুনে এমন মনে হয় না। কিন্তু সোনু নিগম আর শ্রেয়া একসঙ্গে গাইলেই মনে হয় যেন স্বর্গে পৌঁছে গিয়েছি, এত শান্তি আছে ওদের গানে কী আর বলব!'