কৌন বনেগা ক্রোড়পতি ১৬ তে ইতিমধ্যেই একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বরা এসেছেন, হট সিটে বসেছেন। খেলা জমিয়েছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। এবার আসতে চলেছেন আমির খান এবং জুনায়েদ খান। আর তাঁরা এদিন এসেই বিগ বিকে রীতিমত গুগলি দিতে চলেছেন। প্রকাশ্যে এল প্রোমো।
কী ঘটতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি ১৬ এর মঞ্চে?
এদিন সোনি টিভির কর্তৃপক্ষের তরফে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখা যাচ্ছে এবার অতিথি হিসেবে হট সিটে বসতে চলেছেন আমির খান এবং তাঁর ছেলে জুনায়েদ খান। আর এদিন এসে অমিতাভ প্রশ্ন করার বদলে বিগ বিকেই প্রশ্ন করে বসেন মিস্টার পারফেকশনিস্ট!
আমির খানকে এদিন অমিতাভের উদ্দেশ্যে প্রশ্ন করে বলতে শোনা যায়, 'আমার কাছে একটা সুপার ডুপার প্রশ্ন আছে।' অমিতাভ সেই প্রশ্ন করতে বললেন আমি বলেন, 'যখন জয়া জি শ্যুটিংয়ে যেতেন অন্য কোনও হিরোর সঙ্গে, তখন কোন হিরোর নাম শুনলে আপনার কষ্ট হতো? হিংসে হতো খুব?' তাঁর প্রশ্ন শুনে হেসে ফেলেন অমিতাভ।
তবে যতই হাসুন এই প্রশ্নের উত্তরে কার নাম করেন বা আদৌ কারও নাম বলেন কিনা বলিউডের শাহেনশা সেটা কিন্তু প্রোমোতে প্রকাশ্যে আনা হয়নি। এটার জন্য সেই বিশেষ পর্ব দেখতে হবে দর্শকদের। আগামী ১১ অক্টোবর সম্প্রচারিত হবে এই বিশেষ পর্ব। সেদিন আমির খানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন তাঁর ছেলে জুনায়েদ খানও।
কে কী বলছেন?
অমিতাভের উত্তর কী হবে সেটা চ্যানেল কর্তৃপক্ষ প্রকাশ্যে না আনলেও দর্শকরা আন্দাজ করেছেন। অধিকাংশ ব্যক্তিই রাজেশ খান্নার নাম করেছেন কমেন্ট বক্সে। কেউ কেউ আবার অমিতাভ রেখার চর্চিত সম্পর্কের কথা টেনে এনেছেন।