কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে। সেখানে এদিন সঞ্চালনা করতে করতেই নিজের ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন বর্ষীয়ান অভিনেতা। কী জানালেন স্কুল জীবনের কথা মনে করে?
কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ - তে কী বললেন অমিতাভ?
গত পর্বে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ - এর হট সিটে বসেন শোভিকা শ্রী। তখনই খেলা শুরুর আগে তাঁর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে শুরু করে অমিতাভ বচ্চন। শোভিকা জানান তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকেন, এবং সেখানে মেডিক্যাল সার্ভিসে কাজ করছেন তিনি। তাঁর পেশার কথা শুনে অমিতাভের তাঁর ছোটবেলার কথা মনে পড়ে যায়।
আরও পড়ুন : ক্রাইম থ্রিলারে জুটি বাঁধছেন ঋত্বিক - শোলাঙ্কি! রহস্যের পরত ভেদ করে উঠে আসবে কোন বাস্তবচিত্র?
অমিতাভ বচ্চন বলেন, 'আমি যখন স্কুলে পড়ি তখন আমি হামেশাই আমার শরীর খারাপের মিথ্যে বাহানা করতাম। সবাইকে বিশ্বাস করাতাম যে আমি খুবই অসুস্থ, যাতে আমায় স্কুলে না যেতে হয়।' তিনি এদিন আরও বলেন, 'আমি শুনেছিলাম বগলের নিচে পেঁয়াজ রাখলে জ্বর আসে। আর আমি ওটাই করতাম সবসময়।'
প্রসঙ্গত কিছুদিন আগে এই শোতে অলিম্পক্স পদকজয়ী মনু ভাকের এসেছিলেন। সেখানে এসে তিনি তাঁর অ্যাথলিট হওয়ার গল্প যেমন জানিয়েছিলেন তেমনই বিগ বির একটি আইকনিক সংলাপ পাঠ করে শোনানা মহব্বতে ছবি থেকে।
আরও পড়ুন : 'আপনার অবদানটা কী?' টাইম ম্যাগাজিনের তরফে বিশেষ সম্মান, সুখবর দিয়েও ভক্তদের খোঁচা শুনলেন অনিল! কিন্তু কেন?
অমিতাভ বচ্চনকে শেষবার কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা গিয়েছিল। সেই ছবিতে তাঁকে অশ্বত্থামা চরিত্রে দেখা গিয়েছে। মুখ্য ভূমিকায় ছিলেন প্রভাস এবং দীপিকা পাড়ুকোন। আপাতত বিগ বি কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করছেন।