কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। আর এই শোতে তিনি সম্প্রতি জানালেন যে একটা সময় তিনি একই দিনে ৩ টে ছবিতে কাজ করতেন। বিরামহীন ভাবে খাটতেন সেই সময়ে।
কী জানালেন অমিতাভ বচ্চন?
সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে গুজরাটের এক হাউজওয়াইফ খেলতে এসেছিলেন। সুমিত্রা দীনেশের সঙ্গে খেলা শুরুর আগে এদিন গণেশ পুজো করা হয় কেবিসির সেটে। এরপর কথায় কথায় সুমিত্রা জানান তাঁর বর তাঁর সঙ্গে সিনেমা দেখতে যান না অত। এরপরই সেই ব্যক্তি জানান তাঁর মাথার উপর ১৬ লাখ টাকার হোম লোন রয়েছে তাই তিনি ১৩-১৪ ঘণ্টা করে এক একদিন কাজ করেন। সেই ব্যক্তি জানান, 'আমি ভেবেছিলাম নিজের বাড়ি হলে সমস্যা কমবে। ভালো থাকব। কিন্তু লোনের জন্য দায়িত্ব বেড়ে গিয়েছে।' তাঁর এই কথা শুনেই অমিতাভ নিজের অভিজ্ঞতা, কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা ভাগ করে নেন।
অমিতাভ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, 'আমি যখন বলিউডে আসি তখন আমি ৩, ৩ শিফটে কাজ করতাম। সকাল ৭টা থেকে দুপুর ২ টো। তারপর আবার দুপুর ২ টো থেকে রাত ১০টা। আবার রাত ১০টা থেকে সকাল ৬টা। দিয়ে আবার এক ঘণ্টা পর কাজ শুরু করতাম। একদিন বাবা এসে বলেছিল আমি কেন তাঁদের সঙ্গে সময় কাটাচ্ছি না। বলেছিলাম বাবা টাকা অনেক কষ্ট করে রোজগার করি।'