কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর সাম্প্রতিক পর্বে হট সিটে বসার সুযোগ পান বাংলার ছেলে অনীশ বসু। আর এতদূর এসেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এই বঙ্গ তনয়। এই ১৯ বছরের যুবক জানান এই মঞ্চে আসা এবং অমিতাভ বচ্চনের সঙ্গে খেলতে পারা তাঁর বহুদিনের স্বপ্ন ছিল। অনীশ এদিন একই সঙ্গে জানান তিনি বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করছেন। কিন্তু তাঁর স্বপ্ন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে কাজ করার। কিন্তু সেই স্বপ্ন পূরণ করার আগেই তাঁকে চাকরিতে জয়েন করতে হয়েছে সংসারের কথা ভেবে। এদিন তিনি খেলার মাঝে মাছের ঝোলের তারিফ করেন, সেটা শুনে কী বললেন অমিতাভ বচ্চন?
কী ঘটেছে কৌন বনেগা ক্রোড়পতিতে?
১০০০ টাকার জন্য অনীশ বসুকে যে প্রশ্ন করা হয় সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, 'মাছের ঝোলে ঝোল কথাটা কী বোঝায়?' জবাবে অনীশ একেবারে সঠিক জবাব দিয়ে জানান ঝোল কথার অর্থ কারি। এরপরই তিনি জানান মাছের ঝোল বাংলার একটা দারুন জনপ্রিয় পদ। আর সেই প্রসঙ্গেই তিনি বলেন, 'আমার মায়ের হাতের মাছের ঝোল খেলে না আপনি পাগল হয়ে যাবেন।' অনীশের মুখে এই কথা শুনেই বিগ বি তাঁকে মনে করিয়ে দেন তাঁর বাড়িতেও একজন বাঙালি আছেন।
আরও পড়ুন: 'কেবল মাত্র আপনার জন্যই...' কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু - শ্রেয়ার!
এই প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন, 'আপনি জানেন তো ভাই আমার বাড়িতেও একজন বাঙালি আছে। তাই আমি এসবের সঙ্গে যথেষ্ট পরিচিত।' বিগ বির কথা টেনে অনীশ আবার বলেন বাঙালি খাবার খেয়েই নাকি অমিতাভ জয়া বচ্চনের প্রেমে পড়েছিলেন।
প্রসঙ্গত জয়া বচ্চন তথা জয়া ভাদুড়ি বাঙালি ছিলেন। ১৯৭৩ সালে তিনি অমিতাভ বচ্চনকে বিয়ে করেন। দেখতে দেখতে তাঁদের বিয়ের ৫০ বছর পেরিয়ে গেছে ।