বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘করার ইচ্ছে নেই’ লিখেও কেন বারবার কেবিসি করেন, জবাব দিলেন অমিতাভ নিজের ব্লগে

‘করার ইচ্ছে নেই’ লিখেও কেন বারবার কেবিসি করেন, জবাব দিলেন অমিতাভ নিজের ব্লগে

৭ অগস্ট থেকে শুরু হচ্ছে কেবিসি-র নতুন সিজন। 

‘করার ইচ্ছে ছিল না কিন্তু তাও করতে হল’, কেন লিখেছিলেন একথা অমিতাভ নিজের ব্লগে, এরসঙ্গে কেবিসি-র কী সম্পর্ক সেটাও বললেন।

শুরু হচ্ছে অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রড়োরপতি। আর সেই সূত্রেই তাঁর পুরনো নোট ‘যখনই আমি বলি আর না কিন্তু তা আবার ফিরে আসে পুরনো কমিটমেন্টের সূত্র ধরে’ যে কেবিসি নিয়ে করা নয় তা খোলসা করে দিলেন তিনি। কেবিসি-তে হওয়া প্রেস কনফারেন্সে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, কী তাঁকে শো-র নতুন সিজনে যোগ দেওয়া নিয়ে দ্বিতীয়বার ভাবায়। 

বুধবার নিজের ব্লগে অমিতাভ লেখেন, ‘ব্লগের জন্য সময় বের করা একটু মুশকিল হচ্ছে… অনিচ্ছাসত্ত্বেও কেবিসি-র প্রেস কনফারেন্স করতে হল… আর সেখানে একটা প্রশ্ন উঠে এল কেন আমি আগের ব্লগে লিখেছিলাম করার ইচ্ছে ছিল না কিন্তু তাও করতে হল, বা এরকমই কিছু কথা… আসলে প্রশ্নটা ছিল কেন আপনি কেবিসি করতে চান না, কিন্তু তাও ফিরে আসেন… (হাসির ইমোজি)… তবে প্রতিবারের মতো এবারও ওদের বুঝতে ভুল হয়েছে… এটা অবশ্যই কেবিসি-র জন্য ছিল না… এটা সেই চুলের জন্য যেটা আমার মুখে চিপকে গিয়েছিল সিনেমার মেকআপের সময়… আর আমি প্রতিজ্ঞা করি আমি এমন ছবি আর করব না যেখানে চুল আমার মুখে, দাঁড়িতে, গোঁফে চিপকাতে হয়… কিন্তু ফের সেই কাজ করি… পুরো যা তা…’ আরও পড়ুন: করণের খবর সত্যি! পাহারিয়া ভাইদের সঙ্গে প্রেম করেছে সারা-জাহ্নবী, ফাঁস ঘনিষ্ঠ ছবি

প্রেস কনফারেন্সে সেই সাংবাদিকের প্রশ্নে অমিতাভ জানিয়েছিলেন কেন তিনি বারবার এই শো করতে রাজি হন। বলেছিলেন, ‘এই এখানে যাঁরা খেলা দেখতে আসে, ওঁরাই আমায় টেনে আনে প্রতি বছর এখানে। ওঁরা যেভাবে আমাকে প্রত্যেকদিন স্টেজে স্বাগত জানায়, হট সিটে থাকা প্রতিযোগীদের উৎসাহ দেয়, তা বলার মতো না। আর এটাই আমাকে সিজনের পর সিজন এখানে টেনে আনে।’ আরও পড়ুন: শ্রোতা হিন্দি গান শুনতে চাইতেই মেজাজ হারাল নচিকেতা! দিল ‘ছাগল’, ‘বলদ’ গালাগাল

জানিয়েছিলেন এখনও ভয় পান কেবিসির শ্যুটের সময়। টেনশন হয়। বিগ বি-র কথায়, ‘এখনও যখন কেবিসি-র সেটে আসি আমার হাত আর পা কাঁপতে থাকে। ভয় লাগে আমি আদৌ করতে পারব তো। কী করে হবে এটা। প্রত্যেকদিন আমার ভয় লাগে, মনে হয় কীভাবে নিজেকে সামলাব। কিন্তু যখনই দর্শকদের দেখি, মনে জোর পাই। তাই যখনই স্টেজে আসি, ওঁদের ধন্যবাদ দিই। যেভাবে ওঁরা শো-কে ভালোবাসা দেয় তা আমাকে এগিয়ে যেতে সাহায্য করে।’

৭ অগস্ট থেকে সম্প্রচার হওয়ার কথা আছে কেবিসি-র। চলতি সিজনের প্রথম সপ্তাহে অভিনেতা আমির খান, বক্সিং চ্যাম্পিয়ান মেরি কম, ফুটবলার সুনীল ছেত্রি থাকছেন বিশেষ অতিথি হিসেবে।

 

বন্ধ করুন