কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে খেলতে এসেছিলেন নরেশি মীনা। তাঁর পর্ব দেখানোর আগে তিনি এদিন হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে জানালেন এটা যেন তাঁর কাছে ড্রিম কামস ট্রু মোমেন্ট। কারণ তাঁর সঙ্গে এদিন দেখা হয়েছিল অমিতাভ বচ্চনের। বিগ বির সঙ্গে খেলতে পেরে তিনি দারুণ খুশি।
কী জানালেন নরেশি?
নরেশি মীনা কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর প্রথম প্রতিযোগী ছিলেন যিনি এক কোটির প্রশ্ন পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই উত্তর তিনি দিতে পারেননি। এবং খেলা থামিয়ে ৫০ লাখ টাকা নিয়েই বাড়ি ফেরেন। তারপর তিনি এদিন তাঁর পর্ব সম্প্রচারের আগে কী জানালেন?
অমিতাভ বচ্চনকে দেখার অনুভূতি ব্যাখ্যা করে নরেশি জানান, 'হট সিটে পৌঁছে অমিতাভ বচ্চনকে অত কাছ থেকে দেখার পর মনে হচ্ছিল আমি অন্য কোনও দুনিয়ায় পৌঁছে গিয়েছি। যেন স্বপ্ন সত্যি হল বলে মনে হচ্ছিল। খালি আমি নয়, গোটা দেশ তাঁকে ভালোবাসে। আমি কখনও ভাবিনি ওঁকে এতটা কাছ থেকে দেখতে পারব। এটা আমার গোটা জীবনের একটা অন্যতম বড় পাওনা।'
কেবিসিতে কেন খেলতে এসেছিলেন নরেশি?
এই বিষয়ে নরেশি হিন্দুস্তান টাইমসকে জানান, 'আমার কেবিসিতে আসার মূল উদ্দেশ্য ছিল প্রোটন থেরাপির খরচ তোলা। বিগ বি স্যার জানিয়েছেন উনি আমার সমস্ত চিকিৎসার খরচ বহন করবেন। তাই আমার এখন ঝাড়া হাত পা। আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে এমনটা হতে পারে। আগে ভাবছিলাম এই চিকিৎসার জন্য যে ২৫-৩০ লাখ টাকা দরকার সেটা তো আমার কাছে অনেক টাকা। কী করে জোগাড় করব? কিন্তু অমিতাভ স্যার সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন।'
আরও পড়ুন: 'জাস্টিস ফর আরজি কর' ধ্বনি উঠল সেক্টর ফাইভে, অফিস শেষে মোমবাতি মিছিলে যোগ কর্মীদের
আরও পড়ুন: 'ভয়টা তো থাকেই...' লেট নাইট শ্যুট শেষ হলে বাড়ি ফিরেও ভয়ে কাঁটা হয়ে থাকেন মনামী! জবাবে কী বললেন সৃজিত?
রাজস্থানের বাসিন্দা নরেশি জানিয়েছেন তাঁর এই গোটা লড়াইয়ে তাঁর বাবা মা তাঁর সঙ্গে ছিলেন। তিনি ৭ বছর ধরে নিজেকে প্রস্তুত করেছেন এই শোতে আসার জন্য, এমনটাই জানিয়েছেন নরেশি।