কৌন বনেগা ক্রোড়পতি ফিরতে চলেছে নতুন করে নতুন ভাবে। এবার জানা গেল এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের আগামী সিজন কবে থেকে শুরু হতে চলেছে। প্রকাশ্যে এল অমিতাভ বচ্চন সঞ্চালিত শোয়ের শুরুর দিনক্ষণ। জানুন কবে থেকে দেখা যাবে এই শো।
আরও পড়ুন: 'যখন আমরা দুজন দুজনকে আর...' বছরখানেক আগেই যিশু জানিয়েছিলেন কখনও তাঁদের বিচ্ছেদ হলে কারণ কী হবে, কী সেটা?
কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর শুরুর দিনক্ষণ
এই জনপ্রিয় কুইজ শোয়ের ১৬ তম সিজন আগামী মাস থেকে শুরু হবে। সদ্যই প্রকাশ্যে এসেছে কৌন বনেগা ক্রোড়পতি ১৬ এর প্রোমো। সেখান থেকে জানা গিয়েছে এই শোটি আগামী ১২ অগস্ট থেকে শুরু হতে চলেছে। আর এখানে আবারও অমিতাভ বচ্চনই থাকবেন সঞ্চালক বা কুইজ মাস্টার হিসেবে।
এবারের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখান থেকে বোঝা গিয়েছে যে কৌন বনেগা ক্রোড়পতি ১৬ আরও অনেক বেশি থ্রিলিং এবং লাইফ চেঞ্জিং হতে চলেছে প্রতিযোগীদের জন্য। এবারের সিজনের ট্যাগলাইন হল ' জিন্দেগি হ্যায়, হার মোড় পর সওয়াল পুছেগি। জবাব তো দেনা হোগা।' অর্থাৎ এবারের এই শোয়ের মূল বিষয়েই থাকবে যে জীবন যেমন প্রশ্নে ভরপুর তেমনই এই শো। আর মধ্যে থেকেই সঠিক উত্তর বেছে নিতে হবে।
আরও পড়ুন: তথাগত অতীত, সৌম্যকে মন দিয়েছেন দেবলীনা? জল্পনা উসকে বললেন, 'প্রেমের ক্ষেত্রে আমরা সমমনস্ক...'
এবারেও কৌন বনেগা ক্রোড়পতি ১৬ প্রতি সোমবার থেকে শুক্রবার রাত ৯ টা থেকে সম্প্রচারিত হবে সোনি টিভি চ্যানেলে। তাই যাঁরা এই শোয়ের একনিষ্ঠ দর্শক তাঁদের জন্য যে এটা দারুণ আনন্দের কথা সেটা বলার অপেক্ষা থাকে না।