বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaun Banega Crorepati: পানিপুরি নাকি ফুচকা, কৌন বনেগা ক্রোড়পতিতে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট গেল কোন দিকে?

Kaun Banega Crorepati: পানিপুরি নাকি ফুচকা, কৌন বনেগা ক্রোড়পতিতে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট গেল কোন দিকে?

কৌন বনেগা ক্রোড়পতিতে জোর তর্ক সোনু-শ্রেয়ার!

Kaun Banega Crorepati: কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ জমে উঠেছে। সাধারণ প্রতিযোগীদের সঙ্গে মাঝেমধ্যেই তারকাদের দেখা যাচ্ছে হট সিটে। শুক্রবার ২০ সেপ্টেম্বর আসতে চলেছেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। সেখানেই তাঁদের মধ্যে বাঁধল তর্ক।

কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ জমে উঠেছে। সাধারণ প্রতিযোগীদের সঙ্গে মাঝেমধ্যেই তারকাদের দেখা যাচ্ছে হট সিটে। এই তো কিছুদিন আগে অলিম্পিক্সে ডাবল পদকজয়ী মনু ভাকের এসেছিলেন। শুক্রবার ২০ সেপ্টেম্বর আসতে চলেছেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। সেখানেই তাঁদের মধ্যে বাঁধল তর্ক। কিন্তু কী নিয়ে? কোনটা ভালো পানিপুরি নাকি ফুচকা।

আরও পড়ুন: এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি, মোট আয় কত?

সোনু এবং শ্রেয়ার মধ্যে কী ঘটেছে কৌন বনেগা ক্রোড়পতিতে?

এদিন সোনি চ্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ্যে আনা হয় কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর। সেখানেই দেখা যাচ্ছে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল পানিপুরি বনাম ফুচকা নিয়ে জোর তর্ক করছেন। বাংলার জামাই হয়ে অমিতাভ বচ্চন কাকে ভোট দিলেন শেষ পর্যন্ত জানেন? গোলগাপ্পাকে!

এদিন সোনু প্রথমে বলে ওঠেন, 'পানিপুরি আমার মন ভালো করে খাবার।' সেটা শুনে শ্রেয়া ঘোষাল বলেন, 'হ্যাঁ, ওটা আমার দুর্বলতা।' তারপর গায়িকা ফের বলেন, 'পানিপুরির থেকেও ভালো একটা জিনিস আছে।' সোনু এবং অমিতাভ যখন জানতে চান সেটা কী, শ্রেয়া বলেন, 'ফুচকা।' সোনু তাও বলেন তাঁর পানিপুরি বেশি ভালো লাগে। সব দেখে শুনে অমিতাভ বলে 'সবই তো একই। এক জায়গায় ফুচকা বলে, আরেক জায়গায় পানিপুরি বলে।' সোনু তাও বলেন যে 'না না, দুটো আলাদা। ফুচকার টেস্ট আলাদা, পানিপুরির আলাদা, গোলগাপ্পার আলাদা।' শ্রেয়া এটা সমর্থন করলেও হলেন ফুচকা সেরা।

শেষ পর্যন্ত অমিতাভ বলেন, 'আরে সব এক। ফুচকা হলে ওটাকে কারণ যখন গোলগাপ্পায় আঙুল দিয়ে ফুটো করে তখন সেটায় ফুচ করে আওয়াজ হয় তাই।' এটা শুনেই সবাই হেসে গড়িয়ে পড়েন।

আরও পড়ুন: ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় আড়াআড়ি ভাগ বিচারকরা! ঠাণ্ডা যুদ্ধ শুরু জাভেদ - জোজোর দলের সঙ্গে ইমন - রাঘবের?

আরও পড়ুন: অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং?

এদিন বিশেষ পর্বে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল অমিতাভ বচ্চনকে একটি চমক উপহার দেবেন। তাঁরা দুজন এদিন তেরে মেরে মিলন কী এ রেয়না এবং যদি তারে নাই চিনি গো সেকি গান দুটো একসঙ্গে পারফর্ম করবেন। কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর মঞ্চে বাংলার মেয়ে এবং জামাইয়ের এই পারফরমেন্স দেখে বলাই বাহুল্য মুগ্ধ হবেন অমিতাভ। তাঁকে এদিন উঠে এসে দুই তারকাকে জড়িয়ে ধরতে দেখা যায়।

বায়োস্কোপ খবর

Latest News

জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই ইতিহাস গড়লেন হার্দিক, কোহলির থেকে ছিনিয়ে নিলেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.