আজ ২২ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই দিন শিবপুজো করা হিন্দুধর্মে শুভ বলেই মানা হয়। তবে শুধু প্রথম সোমবার নয় শেষ সোমবারেও শিবপুজো করে থাকেন অনেকে। কেউ কেউ আবার গোটা মাস জুড়ে প্রতি সোমবারবারই নিরামিষ খেয়ে ভোলেবাবার পুজো করে থাকেন।
শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবপুজো করতে দেখা গেল নব-বিবাহিতা অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীকেও। তারই একটুকরো ছবি উঠে এসেছে আদৃত পত্নীর ফ্যানপেজের পাতায়। যে ছবিতে স্ট্রাইপ প্রিন্টেড একটা কুর্তি পরে শিবের মাথায় জল ঢালতে দেখা যাচ্ছে কৌশাম্বি চক্রবর্তীকে। ছবির ক্যাপশানে লেখা 'শ্রাবণ মাসের প্রথম সোমবার, হরহর মহাদেব'। যদিও ফ্যানপেজে উঠে আসা এই ছবিটি সত্যিই আজকের কিনা তা স্পষ্ট নয়। সেই তথ্য যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
প্রসঙ্গত, বৈশাখে (৯ মে) সাতপাকে বাঁধা পড়েন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। এরপর বিয়ের মাত্র ৯ দিনের মাথায় গোয়ায় মধুচন্দ্রিমার জন্য উড়ে যান কৌশাম্বি। বিয়ের দেড়মাসের মাথায় নিজের সবথেকে কাছের মানুষ মাকে হারান কৌশাম্বি। ২৭ জুন রাতে অভিনেত্রী অনুরাগীদের মাতৃবিয়োগের খবর জানান। অভিনেত্রী সামাজিক মাধ্যমের পাতায় মায়ের ছবি দিয়ে একটি মন কেমন করা ক্যাপশন লিখে এই খারাপ খবর জানান। এই খবর জানা মাত্রই অভিনেত্রীর কাছের বন্ধু এবং অনুরাগীরা তাঁকে সমবেদনা জানিয়েছিলেন। অনেকেই আবার তাঁর মায়ের এই আকস্মিক মৃত্যুর খবরে খুবই অবাক হব। অভিনেত্রীর পোস্টেই স্পষ্ট মায়ের এই হঠাৎ চলে যাওয়ায় তিনি কতটা ভেঙে পড়েছেন।
এদিকে এতকিছুর মাঝেও কাজে ফিরতেই হয়েছে কৌশাম্বি চক্রবর্তীকে। এদিকে এই এই কঠিন সময় স্ত্রীকে কীভাবে সামলে রেখেছেন আদৃত? সম্প্রতি এই প্রশ্নের উত্তরে নায়ক বলেন, ‘খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা। মন তো সকলেরই খারাপ কিন্তু তার মধ্যেও কাজ করতে হচ্ছে। ভালো-মন্দ সবটা মিলিয়ে মিশিয়ে চলছে। আমরা দুজনে মিলে একসঙ্গে চেষ্টা করছি যতটা স্বাভাবিক ভাবে থাকা যায়।’