টলিপাড়ার জনপ্রিয় মুখ হলেন কৌশাম্বি চক্রবর্তী। শুধু কাজ নয়, তাঁর ব্যক্তিগত জীবনও থাকে চর্চায়। ২০২৪ সালের ৯ মে বিয়ে করেছেন তিনি আদৃত রায়কে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নতুন শুরুর খবর দিলেন কৌশাম্বি। যা দেখে নেটপাড়া বলছে, ‘কাজের চাপ বাড়ল’।
গৃহপ্রবেশের নতুন প্রোমো
আসলে নতুন ধারাবাহিকের কাজ শুরু করলেন কৌশাম্বি। এবার থেকে গৃহপ্রবেশ ধারাবাহিকে ডাক্তার মোহনা সেনের চরিত্রে দেখা মিলবে তাঁর। এই সিরিয়ালের নতুন প্রোমো আসতেই তাই উত্তেজিত ভক্তরা। প্রোমোয় দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা শুভলক্ষ্মী সবার সঙ্গে দোল খেলছে, এমন সময় দেখে মাথায় জল পড়ে ধুয়ে যাচ্ছে তাঁর মাথার সিঁদুর। ফলত, চিন্তায় পড়ে যায় সে। এরপরই দেখা যায় গাড়ি দুর্ঘটনা হয়েছে আদৃতের (কৌশাম্বির বর নয়, সিরিয়ালের হিরো সুস্মিত মুখোপাধ্যায়)।
হাসপাতালের দৃশ্য দেখানো হয় এরপর। সেখানেই দেখা যায় ডাক্তারের চরিত্রে কৌশাম্বিকে। প্রোমো থেকেই স্পষ্ট, বেশ গুরুত্ব পাবে মোহনা চরিত্রটি। তবে কীভাবে তা তুলে ধরা হবে গৃহপ্রবেশ গল্পে, তা স্পষ্ট নয়।
প্রোমো আসতেই রীতিমতো উত্তেজিত নেটপাড়া। একদল বেশ খুশি কৌশাম্বির নতুন ধারাবাহিকের খোঁজ পেয়ে, আরেকদলের আশঙ্কা এই বুঝি কৌশাম্বি থুরি মোহনা আলাদা করে দেয়, আদৃত ও শুভলক্ষ্মীকে। একজন লিখলেন, ‘রিয়েল আদৃতের বউ, রিলের আদৃতের প্রেমে পড়বে। কৌশাম্বির জীবন আদৃতময়।’ আরেকজন লেখেন, ‘ওএমজি! বাস্তবে যেমন আদৃত-সৌমিতৃষার জুটি ভেঙেছে, এবার সিরিয়ালে আদৃত ও শুভলক্ষ্মীর জীবন ভাঙতে চলেছে।’
তৃতীয়জন লিখলেন, ‘এবার না কোন গোপনের হাত থেকে স্লট চলে যায়। আমার মনে হচ্ছে মোহনা এসে ভাঙবে আদৃত-শুভলক্ষ্মীর জুটি। হয়তো আদৃত স্মৃতি হারাবে। এবার পুরো জমে যাবে।’
কৌশাম্বি ও আদৃতের সম্পর্ক:
বাস্তবেও কৌশাম্বির ভালোবাসা আদৃত, তবে আদৃত রায়, যিনি এই মুহূর্তে মিত্তির বাড়ির হিরো। মিঠাই সিরিয়াল থেকে শুরু হয়েছিল দুজনের প্রেম। যা ছাদনাতলায় গড়ায় সিরিয়াল শেষ হওয়ার বছরখানেকের মধ্যেই। একসয় কৌশাম্বি-আদৃতের প্রেম হওয়ায় রেরে করে তেড়ে এসেছিল নেটপাড়া। কারণ তার আগে অবধি দর্শক ভেবেছিল, সিদ্ধার্থ আর মিঠাইয়ের মতো, আদৃত ও সৌমিতৃষাও রিয়েল লাইফে কাপল। কিন্তু তা না হওয়ায়, অনেকেরই ভেঙেছিল মন। দেখা গেল, সেই তুলে নতুন করে ট্রোল শুরু ফের একবার। তবে এসবে কান বা চোখ কোনোটাই দেন না কৌশাম্বি। আর দুটো মেগা নিয়ে সময়ও পাবেন না। জি বাংলার ফুলকি ধারাবাহিকে পারোমিতার চরিত্রে কাজ করছেন তিনি শুরু থেকেই।