বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaushambi Chakraborty: ক্যানসার আক্রান্ত বাবা! বিয়ের মাস ঘুরতেই মৃত্যু মায়ের,ফুলকি থেকে সাময়িক বিরতি কৌশাম্বির

Kaushambi Chakraborty: ক্যানসার আক্রান্ত বাবা! বিয়ের মাস ঘুরতেই মৃত্যু মায়ের,ফুলকি থেকে সাময়িক বিরতি কৌশাম্বির

ক্যানসার আক্রান্ত বাবা! বিয়ের মাস ঘুরতেই মৃত্যু মায়ের,ফুলকি থেকে বিরতি কৌশাম্বির

Kaushambi Chakraborty: ‘তা হলে বোধ হয় এত তাড়াতাড়ি ফুরিয়ে যেতে না…’, মায়ের মৃত্যুর পর কোন আফসোস কুড়ে কুড়ে খাচ্ছে কৌশাম্বিকে? 

মাথায় আকাশ ভেঙে পড়েছে অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর। গত মাসেই ধুমধাম করে অভিনেত আদৃত রায়ের সঙ্গে বিয়ে সারেন টেলি নায়িকা। দেড় মাস কাটতে না কাটতেই মাতৃহারা কৌশাম্বি। মা-কে হারানোর কথা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে জানান কৌশাম্বি। আরও পড়ুন-বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই প্রিয়জনকে হারালেন কৌশাম্বি, কার জন্য লিখলেন, 'আমায় এবার কে বুঝবে...'?

 সংসার পাতার কয়েকদিনের মধ্যে গোটা জীবনটাই এমন ছারখার হয়ে যাবে দুঃস্বপ্নেও আশা করেননি অভিনেত্রী। তাই তো ডুকরে কেঁদে লিখেছিলেন, 'ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কি করব এবার মা? কে বুঝবে আমায় তোমার মত করে?’ 

বৃহস্পতিবার সকালে মায়ের মৃত্যু সংবাদ পান কৌশাম্বি। মায়ের মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তিনি। মৃত্যুর কয়েকঘন্টা আগে মেয়ের শ্বশুরবাড়ি পৌঁছেছিলেন কৌশাম্বির মা। গল্প-হাসিঠাট্টা চলেছে লাগাতার। এরপর রাতে বাড়ি ফিরে বোনের সঙ্গেও ফোনে গল্প করেন তিনি। হঠাৎ করেই সব শেষ! চিকিৎসার কোনও সুযোগ দেননি। মায়ের এই চলে যাওয়া মনে নিতে পারছেন না কৌশাম্বি। 

কৌশাম্বি জানিয়েছেন, তাঁর বাবার শরীরে ক্যানসার আগেই থাবা বসিয়েছে। মায়ের মতো করে বাবাকে কে আগলে রাখবে সেই দুশ্চিন্তা এখন তাঁর মনে।  কৌশাম্বির মা ছিলেন দশভূজা। ঘর-বার সবটা সমালেছেন। সংসার, চাকরি, সন্তান কোনও দায়িত্ব থেকে পিছপা হননি। সদ্য অবসর নিয়েছিলেন। ছিল অনেক স্বপ্ন। সেগুলো অধরাই রয়ে গেল। আনন্দবাজারের জন্য মা-কে লেখা খোলা চিঠিতে কৌশাম্বি জানান, ‘এখন মনে হচ্ছে, তোমার আরও একটু যত্নের প্রয়োজন ছিল। যেটা তুমি একেবারেই নাওনি। তা হলে বোধ হয় এত তাড়াতাড়ি ফুরিয়ে যেতে না’।

বিয়ের পর কৌশাম্বি এখন অন্য গোত্রের। তাই নিয়মানুসারে রবিবার মায়ের শ্রাদ্ধের কাজ সারবেন। মা-হারার যন্ত্রণা তাঁকে ঘিরে ধরেছে, আপতত শ্যুটিং থেকে বিরতি। আগামী বেশ কয়েকটা দিন ফুলকিতে দেখা যাবে না পারোমিতাকে। চ্যানেল কর্তৃপক্ষ এই ব্যক্তিগত শোক সামলে উঠতে সময় দিয়েছেন কৌশাম্বিকে। পাশে দাঁড়িয়েছেন পরিচালক রাজেন্দ্র প্রসাদও। কঠিন সময়ে কৌশাম্বিকে আগলে রেখেছেন আদৃতও। 

বৃহস্পতিবার মায়ের মৃ্ত্যুর খবর জানিয়ে কৌশাম্বি লিখেছিলেন, 'ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব এবার মা? কে বুঝবে আমায় তোমার মতো করে? কার কাছে আবদার করব, কার কাছে সব গল্প করব? কার সাথ ঝগড়া করব? সব করেছ সবার জন্য। নিজের জন্য কখনও ভাবনি। এবার রিটায়ার করার পর কত্ত প্ল্যান করলে। বললে টিউশন করাবে, আবৃত্তি শেখাবে, চুলে রং করাবে মাসে মাসে। কই কিছুই তো করলে না। কাউকে এক ফোঁটা সময়ও দিলে না মা।'

তিনি এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'তবে যেখানে আছ ভালো থেকো, যা ইচ্ছে ছিল সব পূরণ করো। আমরা সবাই তোমায় খুব খুব মিস করব। আর এটা জানব যে তুমি সবসময় আছ আমাদের সঙ্গে। আমি তোমায় ভালোবাসি মা। তুমি একজন প্রকৃত ফাইটার মা।'

বায়োস্কোপ খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.