বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaushambi-Adrit:‘পুজোয় প্রেমিকদের সঙ্গে জমিয়ে ঘুরেছি’, এবার আদৃতের সঙ্গে প্রেমের উদযাপনে মাতবেন কৌশাম্বি?

Kaushambi-Adrit:‘পুজোয় প্রেমিকদের সঙ্গে জমিয়ে ঘুরেছি’, এবার আদৃতের সঙ্গে প্রেমের উদযাপনে মাতবেন কৌশাম্বি?

পুজোর প্রেম নিয়ে অকপট আদৃত-প্রিয়া 

Kaushambi-Adrit: দুর্গা পুজো আর প্রেম- বাঙালি যুগলদের কাছে এই দুটো শব্দ প্রায় সমার্থক। দুর্গাপুজোয় বয়ফ্রেন্ডদের সঙ্গে জমিয়ে আনন্দ করেছেন কৌশাম্বি, অকপটে মেনে নিলে সে-কথা। আদৃতের সঙ্গেই কি কাটবে এই বছরের পুজো? 

ঢাকে কাঠি পড়ল বলে। বাইরে যতই ঘন কালো আকাশ হোক না কেন বাঙালির মনে কিন্তু সাদা মেঘের ভেলা ভাসছে। চারিদিকে পুজো পুজো গন্ধ। কেনাকাটাও চলছে পুরোদমে। কিন্তু দম ফেলার ফুসরত নেই টেলিপাড়ায়। সেখানে শ্যুটিংয়ের ব্যস্ততা এখন দ্বিগুণ। পুজোর এপিসোড ব্যাঙ্কিং-এর চাপ, সপ্তাহে একদিনও ছুটি মিলছে না। কিন্তু এর মাঝেই তারকাদের পুজোর প্রস্তুতি তুঙ্গে। আরও পড়ুন-ফিরছেন উচ্ছেবাবু! ব্যর্থতা ভুলে বড় পর্দায় নতুন ইনিংস আদৃতের, নায়িকা কে?

‘মিঠাই’ শেষ হতে না হতেই ‘ফুলকি’তে যোগ দিয়েছেন কৌশাম্বি চক্রবর্তী।বর্তমানে চ্যানেলের অন্যতম চর্চিত মেগা এটি। শ্যুটিং-এর চাপে রোহিতের বৌদি এখনও নাকি শপিং শুরুই করতে পারেননি। ভিডিয়ো কলেই আপতত সারছেন কেনাকাটা! হ্যাঁ, মা দোকানে গেলে নিজের পছন্দ ভিডিয়ো কলে জানিয়েই আপতত কাজ চালাচ্ছেন। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘বাবা-মায়ের থেকে পুজোর শাড়িটা নিতে হবে, ওদেরও কিছু কিনে দিতে হবে। শুটিংয়ের জন্য এখনও কেনাকাটা কিছুই করতে পারেনি।’

পুজো মানেই ‘বাতাসে বহিছে প্রেম…’! এদিকে কৌশাম্বির জীবনে-মননে এখন ঘোর। মিঠাই-এর নায়ক আদৃত রায়ের সঙ্গে কৌশাম্বির প্রেমের খবর কারুর অজানা নয়। আকারে-ইঙ্গিতে সেই সম্পর্কে সিলমোহরও দিয়েছেন দুজনে। পুজোর প্রেমে সেভাবে বিশ্বাসী নন কৌশাম্বি। তাঁর কথায়, ‘প্রেমের জন্য কি পুজোর অপেক্ষা করলে হয়? প্রেম তো সব সময়েই হতে পারে। পুজোয় আলাদা করে কখনও প্রেম হয়নি, তবে পুজোয় প্রেমিকদের সঙ্গে জমিয়ে ঘুরেছি। আমি মনে করি প্রেমের উদ়্‌যাপনটা পুজোর ক’দিন আরও রঙিন হয়ে যায়।’

আদৃত-কৌশাম্বির প্রেমের রঙ এখন গাঢ় সে-কথা পরিচিতরা ভালোভাবেই জানে। সুপ্রিয়ার সঙ্গে দীর্ঘ সম্পর্কে দাঁড়ি টানার পর অনস্ক্রিন ‘দিদিয়া’য় মন হারিয়েছেন আদৃত। গোপনীয়তার বেড়াজাল এখন অনেকটাই শিথিল। এবার পুজোয় কি আদৃতের সঙ্গেই ঘুরবেন কৌশাম্বি? কোনও বিশেষ প্ল্যানিং সেরেছেন? জবাবে নায়িকার লাজুক জবাব, তিনি পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গেই পুজো কাটাবেন। সেই প্ল্যানিংয়ে 'বিশেষ কেউ' থাকলেও থাকতে পারে।

কৌশাম্বির কাছে পুজো মানেই কলকাতা। শহর ছেড়ে ঘুরতে যেতে ভালোবাসেন না তিনি। পাশাপাশি পুজোতে সাবেকি সাজই পছন্দ তাঁর। এবারও পুজোর চারদিনের মধ্যে অষ্টমী,নবমীতে নিশ্চিতভাবেই শাড়ি পরবেন ঠিক করে ফেলেছেন আগেভাগে। 

বর্তমানে ‘ফুলকি’র জা পারোমিতার ভূমিকায় কৌশাম্বির অভিনয় নজর কাড়ছে সকলের। অন্যদিক খবর, আদৃত এবার বড়পর্দায় নতুন শুরু করছেন। এসভিএফ-এর ‘পাগল প্রেমী’ ছবিতে দেখা যাবে তাঁকে। 

বন্ধ করুন