কদিন আগেই মাকে হারান কৌশাম্বি চক্রবর্তী। বিয়ের পর যখন আদৃত রায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন, তখনই এমন একটা ঘটনা মানসিকভাবে ভেঙে ফেলেছিল অভিনেত্রীকে। নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। এমনকী, নিজের জন্মদিনও পালন করেননি। তবে এতদিন পর ছবি দিলেন সোশ্যালে। যা দেখে অনুরাগীদের চিন্তা, কেমন আছেন তিনি?
আলো-আঁধারিতে ভরা ঘর। সোফায় গা এলিয়ে বসে আছেন কৌশাম্বি। গায়ে জিন্স আর টপ। ঠোঁটে হাসি লেগে থাকলেও, বিষন্নতার ছাপ যেন চোখে-মুখে। ছবির ক্যাপশনে আদৃত-জায়া লিখলেন, ‘তুমি ততক্ষণ বুঝতে পারবে না তুমি কতটা দৃঢ়, যতক্ষণ না দৃঢ় হওয়ার ছাড়া তোমার কাছে আর কোনও উপায়ই থাকবে না।’
আরও পড়ুন: ‘স্কুলে ভর্তি করাতাম না…’! ক্লাসে এসি বসলে বাড়বে মাইনে, ক্ষোভ রূপম-পত্নী রূপসার
কৌশাম্বির এই ছবিতে এক নেট-নাগরিক মন্তব্য করলেন, ‘কষ্টটাকে শক্তিতে টার্ন করো দিদি, তুমি পারবে-পারবেইইই’। দ্বিতীয়জন লিখলেন, ‘কষ্ট পেয়ো না দিদি। আন্টি এখন ভালো জায়গায় শান্তিতে আছেন। তোমার ঘরটা তো বড্ড সুন্দর।’ তৃতীয়জন লিখলেন, ‘আমাদের দিদি খুব শক্তিশালী।’ চতুর্থজন লিখলেন, ‘অনেকদিন পর দেখলাম তোমাকে। ভালো থেকো।’
বউয়ের পোস্টে মন্তব্য করেন আদৃত নিজেও। মস্করা করেই লিখলেন, ‘সবসময় ছবিতে পিকচার ক্রেডিট দেওয়া উচিত। তন্বী লাহা রায় তোর কী মত?’ এর জবাবে তন্বী লিখলেন, ‘এটা আমারও পয়েন্ট। বলে বলে ক্রেডিট নেব না। হোয়াটসঅ্যাপে যা বলার বলে দিয়েছি…’।
আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর ২ বছর পর প্রয়াত শঙ্কর চক্রবর্তী? অভিনেতা নিজেই ফোন ধরে বললেন…
মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় কাছাকাছি আসেন আদৃত আর কৌশাম্বি। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ভালোবাসায়। এরপর চলতি বছরে বেশ ধুমধাম করে বিয়েটা করেন তাঁরা।
আরও পড়ুন: চোখে অপরাশেনের পর সব ঠিক আছে তো শাহরুখের সঙ্গে? খুললেন না কালো সানগ্লাস
মে মাসে চার হাত এক হয় আদৃত-কৌশাম্বির। তারপরই ২৭ জুন রাতে অভিনেত্রী অনুরাগীদের মাতৃবিয়োগের খবর জানান। কদিন আগে সূর্যের প্রিমিয়ারে আদৃত উপস্থিত ছিলেন। সেই কৌশাম্বিকে নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন, ‘খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছে। মন তো সকলেরই খারাপ কিন্তু তার মধ্যেও কাজ করতে হচ্ছে। ভালো-মন্দ সবটা মিলিয়ে মিশিয়ে চলছে। আমরা দুজনে মিলে একসঙ্গে চেষ্টা করছি যতটা স্বাভাবিক ভাবে থাকা যায়।’