টলিউডে বর্তমানে চর্চায় থাকে আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তীর জুটি। কথাতেই তো আছে, প্রেম লুকিয়ে রাখা যায় না! তাই তো শত চেষ্টা করেও গোপন রাখতে পারেননি আদৃত বা কৌশাম্বি কেউই নিজেদের সম্পর্ক। মিঠাই ধারাবাহিকের সেট থেকে আলাপ, তারপর তা বন্ধুত্ব থেকে গড়ায় প্রেমে! সেই নিয়ে একসময় কম ঝামেলা হয়নি। অনস্ক্রিন ভাইবোনের প্রেম মানতে পারেনি অনেক মিঠাই দর্শকরাই। আসলে সকলেই চেয়েছিলেন আদৃতের প্রেমটা হোক মিঠাই নায়িকা সৌমিতৃষার সঙ্গে।
সে যাই হোক, এসবই এখন অতীত। মে মাসেই শেষ হয়েছে মিঠাই ধারাবাহিক। তারপর দিদি নম্বর ১-এ এসে নিজেদের প্রেমের আভাস দিয়েই গিয়েছিলেন কৌশাম্বি। বৃহস্পতিবার শর্টস আর ডেনিম শার্টে দুটি ছবি শেয়ার করলেন। যা দেখে অনেকেরই ধারণা, আদৃতের শার্ট নাকি গায়ে চাপিয়েছেন।
দিদি নম্বর ১-এ এসে আদৃতের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্নে কৌশাম্বির সলজ্জ জবাব ছিল, ‘আসলে ডিসিশন নিতে অনেকসময় একটু সময় লেগে যায়। আমারও লেগেছে। তবে এটুকু বলতে পারি আগামীতে যা হবে ভালোই হবে।’ সঙ্গে জানান, তাঁর নতুন এই সম্পর্কে খুশি মা-বাবাও। ইয়ার্কি মেরে ‘আমি উচ্ছে খেতে ভালোবাসি’ও বলতে শোনা যায় কৌশাম্বিকে।
দুজনে একসঙ্গে খুব কম ছবিই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তবে চলতি বছরে একে-অপরের জন্মদিনে ছবি দিয়েছেন জুটিতে। ক্যাপশনে প্রেমের ছোঁয়া খুঁজে পেয়েছেন অনুরাগীরা। তবে সম্পর্ক নিয়ে লুকোচুরি অবশ্য থামাননি। জন্মদিনে কেক কাটার যে ছবি শেয়ার করেছিলেন কৌশাম্বি, সেখানে পিছনে জানলার কাঁচে ফুটে উঠেছিল আদৃতের ছায়া। এর আগে লাঞ্চ ডেটে গিয়ে, একই ব্যাকগ্রাউন্ড থেকে নিজেদের সিঙ্গেল ছবি প্রায় একই সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরেছিলেন বিতর্কের মুখে। এমনকী, আদৃতের শার্ট গায়ে দিয়ে ছবি শেয়ার করার অভিযোগও আছে তাঁর উপরে।
একসময় ট্রোলাররা দাবি করতে থাকে আদৃতের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি কাজ পাচ্ছেন। বিশেষ করে ফুলকি-তে পারমিতা চরিত্রে তাঁর কাস্টিংয়ের পর বেশিই উঠেছিল এরকম কথা। এই কটাক্ষের জবাবে কৌশাম্বির সাফ কথা, ‘এই কথাগুলো শুনলে খারাপ লাগে। এত বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি, কারুর সাহায্য নিইনি’।
তবে নেটপাড়ার একাংশ কিন্তু খুবই পছন্দ করে আদৃত আর কৌশাম্বির জুটিকে। তাঁদের একসঙ্গে ছবি দেখার আবদারও করে কেউ কেুউ। মিঠাইয়ের পর এখনও আর নতুন প্রোজেক্টে দেখা মেলেনি আদৃতের। মাঝে কিছু খবর রটলেও তা ভুয়ো বলে উড়িয়ে দেন অভিনেতা নিজেই।