আদৃতকে নিয়ে অনবরত কটাক্ষের মুখে পড়তে হয় কৌশাম্বিকে। ঘুরতে গিয়েও পিছু ছাড়ল না এই বিতর্ক। অবশেষে সেলফি শেয়ার করে কৌশাম্বি জানিয়েই দিলেন তিনি কার সঙ্গে ঘুরতে গিয়েছেন। সঙ্গে দিলেন সমুদ্রপাড়ে নাচের একটি ভিডিয়োও।
1/5সমুদ্রের ধার থেকে ছবি দিয়েছিলেন কৌশাম্বি চক্রবর্তী। তারপরই তাঁর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। হলুদ টি-শার্ট, ডেনিম, খোলা চুল, চোখে সানগ্লাস, মাথায় টুপি পরে নীল জল ও বালুরাশির ধার থেকে ছবি দেন অভিনেত্রী। যা দেখে অনেকেই প্রশ্ন করতে থাকে, ‘আদৃতের সঙ্গে গিয়েছ ঘুরতে?’ আরেকজন লিখলেন, ‘এই ছবিটা কি আদৃতদা তুলে দিল নাকি?’
2/5আপাতত মিঠাই-তে আর দেখা যাচ্ছে না কৌশাম্বিকে। সদ্য আসা ফুলকি-র প্রোমো-তে দেখা মিলেছে তাঁর। নায়ক রোহিত (অভিষেকের)-এর বিধবা বৌদির চরিত্রে খুব সম্ভবত দেখা মিলবে অভিনেত্রীর। আর তারপর থেকেই একাংশ শুরু করে দেয় ট্রোল। তারপর যখন আদৃত ‘ফুলকি’র ট্রেলার শেয়ার করে নেয়, তখন তা আরও বেড়ে যায়। নেটপাড়ার একটা অংশ মন্তব্য করেছিলেন, ‘বান্ধবী কৌশাম্বি আছে না তাই ট্রেলার শেয়ার করেছে। এদের তো আবার সোশ্যাল মিডিয়ায় প্রেমের ন্যাকামো চলে।’
3/5আসলে মিঠাই দর্শকরা মনেপ্রাণে চাইতেন প্রেম করুক আদৃত আর সৌমিতৃষা। কিন্তু তারপর যখন জানা যায়, আদৃত অন স্ক্রিন দিদিয়া ওরফে কৌশাম্বিকেই মন দিয়েছেন, তখন শুরু হয় ট্রোলের বন্যা। নেটিজেনদের একাংশের চক্ষুশূল হয়ে পড়েন। দিনকয়েক আগে যখন দুই অভিনেতা একই জায়গা থেকে ফোটো শেয়ার করেছিলেন, তখন নেটপাড়া তুলোধনা করেছিল আদৃত-কৌশাম্বিকে।
4/5তবে কৌশাম্বি কিন্তু কটাক্ষের জবাব দিলেন ইনস্টা স্টোরিতেই। বান্ধবীর সঙ্গে ছবি শেয়ার করে জানিয়ে দিলেন এটা ‘গার্লস ট্রিপ’। নতুন ধারাবাহিকের কাজ পুরোদমে শুরুর আগে একটু ছুটির মেজাজে।
5/5কৌশাম্বির দিকে যতই কটাক্ষ ধেয়ে আসুক না কেন, তিনি রয়েছেন বিন্দাস মুডে। সমুদ্র থেকে এই রিল ভিডিয়োটিও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সুন্দরী অভিনেত্রীর থেকে চোখ ফেরানোই দায়। আদৃত দেখেছেন তো?