বিয়ে করে সদ্য মিস থেকে মিসেস হয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। মিঠাই ধারাবাহিক থেকেই প্রেম আদৃতের সঙ্গে। তারপর বিয়ে করলেন দুজনে ৯ মে। পর্দায় বরাবরই খুব মিষ্টি চরিত্রে দেখা যায় কৌশাম্বিকে। তবে বাড়িতে নাকি চলে ‘তাণ্ডব’। অভিনেত্রীর মা নিজেই জানিয়েছিলেন জি বাংলার রিয়েলিটি শো দিদি নম্বর ১-এ এসে।
কৌশাম্বির মা সুমিতা দিদি নম্বর ১-এ এসে মেয়ের নামে অভিযোগ জানিয়ে বলেছিলেন, ‘ওর জন্ম যখন হয়েছে, তখন বাইরে অঝোরে বৃষ্টি। কী যে ভালোবাসে ভিজতে ছোট থেকেই। বৃষ্টিতে ভিজে বাড়ি এল, তাও ভেজা শেষ হয় না। এখনও শ্যুটিং থেকে এল, পুরো স্নান করে। তারপর ছাদে চলে গেল। তবে মাথায় যদি একটু জলটা পড়ত, তাহলে ভালো হত। একটু হয়তো শান্ত হত। শিবের খুব ভক্ত। সবসময় জল ঢালে। কিন্তু ওর মাথাটাও যদি তাতে একটু ঠান্ডা হত।’
আরও পড়ুন: ‘বিয়ের আগে সহবাস’-এর পরামর্শ জিনাতের, সমর্থন জানিয়ে সোমি বললেন, ‘কমবে ডিভোর্স’
রচনা শুনে বলেন, ‘তার মানে বাড়িতে তো পুরো তাণ্ডব চলে’! সহমত পোষণ করে কৌশাম্বির মা আরও জানান, ‘ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, সে যে কী পর্যায়ে যায়! দুজনকে ছাড়াতে পারি না আমি আর ওর বাবা। এখন তো আমার বউমা এসেছে, ও অনেক চেষ্টা করে, কিন্তু সেও ছাড়াতে পারে না।’
আরও পড়ুন: ছেলে-মেয়ের মুখ দেখানো যাবে না শর্ত! পাপারাজ্জিদের উপহার পাঠালেন বিরাট-অনুষ্কা
কৌশাম্বিকে নিয়ে নাকি ভয়ে থাকে বাড়ির পরিচারিকাও। সুমিতা জানান, ‘সকালে ঘুম থেকে উঠে ঝড় বইয়ে দেয়। বাড়ির মাসি, যিনি আমাকে হাতে হাতে সব কাজে সাহায্য করে, সে তো ভয়ে ভয়ে থাকে। ও আবার একটু ছুঁচিবাই। থালা ধুয়ে খেতে দেওয়া হয়, তবে থালায় একফোঁটা জল থাকলে চলবে না। তবে এখন রান্নাটা শিখেছে। আগেরবার ওর বাবা এসে বলেছিল, সেটা খুব গায়ে লেগেছে। বিরিয়ানি করতে পারে খুব ভালো।’
আরও পড়ুন: রূপটান শিল্পীর সঙ্গে সহবাস! দোতলা বাড়ি কিনলেন অহনা-দীপঙ্কর, দেখুন অন্দরমহলের ভিডিয়ো
কৌশাম্বির এমন স্বভাব শুনে হতভম্ব রচনা বলে ওঠেন, ‘মায়ের ছত্রছায়ায় রয়েছ, তাও এত ট্র্যানট্রম। যাকে সারাক্ষণ ম্যাসেজ করো, সে জানে তুমি এরকম।’ এবার অবশ্য জবাব দিয়েছিলেন কৌশাম্বির মা-ই। বলেছিলেন, ‘এসব জেনে সম্পর্ক থাকবে না এমন নয়। সে তো দেখছেই। সেও আমাকে বলে, কাকিমা আপনি কিন্তু আজকে তৈরি থাকবেন!’
প্রসঙ্গত, কৌশাম্বি-আদৃতের বিয়ের রাতেও গোটা বাংলা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ঝড়-জলের রাতেই চার হাত এক হয় দুজনের।