অনস্ক্রিন দিদির সঙ্গেই নাকি এখন জমে উঠেছে অভিনেতা আদৃত রায়ের প্রেমপর্ব। সেই নিয়ে টেলিপাড়ায় গত কয়েক মাস ধরেই চাপা গুঞ্জন। কিন্তু নিজেদের প্রেম নিয়ে সরাসরি একটা শব্দও খরচ করতে না-রাজ আদৃত-কৌশাম্বী। কিন্তু দুজনের ঘনিষ্ঠতা কিছুতেই নজর এড়ায় না।
মাস দুয়েক আগে কৌশাম্বীর জন্মদিনের ঘরোয়া সেলিব্রেশনে শামিল হয়েছিলেন আদৃত, সেই ছবি ভাইরাল হয়েছিল। ফের প্রকাশ্যে এই চর্চিত তারকা জুটির একটি রোম্যান্টিক ছবি। ‘মিঠাই’-এর বেশকিছু ফ্যান গ্রুপে এখন হইচই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি (ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ঘিরে। ছবিতে দেখা যাচ্ছে সিডি বয় বসে রয়েছেন সাদা শার্ট আর হালকা ব্লু ডেনিমে, অন্যদিকে কালো রঙা সালোয়ার স্যুটে বসে রয়েছেন কৌশাম্বী। আদৃতের বাহুলগ্না কৌশাম্বী, দুজেনর মাথাও স্পর্শ করে রয়েছে একে অপরকে। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন দুজনে।

এক নেটিজেন এই ছবি পোস্ট করে লেখেন, ‘যা রটে তা ঘটে!! এদের জন্য শুভকামনা। প্লিজ আমার পোস্টটা কেউ খারাপ ভাবে নেবেন না’। এই ছবি দেখে মিঠাই ভক্তদের চোখ ছানাবড়া। অনেকেই পালটা প্রশ্ন করেন, এই ছবি সেই জনৈক কোথায় পেল। তাঁর দাবি, ‘এটি আদৃতের হোয়াটসঅ্যাপ ডিপি’। যদিও সেই দাবি অনেকেই মানতে চাননি। অনেকেই প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘কারুর ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক টানাটানি ভালো নয়’।
নিজের ব্যক্তিগত জীবনটা আড়ালে রাখাই পছন্দ নায়কের। এর আগে সুপ্রিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকলেও কোনওদিন সেই নিয়ে খোলাখুলি কথা বলেননি আদৃত। এবারও একই ট্রেন্ড ফলো করছেন তিনি। তবে কৌশাম্বীর সঙ্গে আদৃতের অফস্ক্রিন ছবিতে দিদি-ভাইয়ের রসায়নের ঝলক যে মেলে না তা অস্বীকার করতে পারেন না আদৃত-ভক্তরাও।
কৌশাম্বী-আদৃতের অফস্ক্রিন কেমিস্ট্রির চাপা চর্চা এখন সর্বত্রই। তবে প্রেম নিয়ে প্রশ্নের জবাব দিতে রাজি নন দুজনেই। অন্যদিকে এই চর্চিত প্রেমকাহিনিতে জড়িয়েছে সৌমিতৃষার নামও। আদৃতের প্রতি নাকি দুর্বলতা রয়েছে মিঠাইরানির, এমন জল্পনাও শোনা গিয়েছে বিস্তর। তা নস্যাৎ করে বিরক্তির সুরেই নায়িকা আগেই জানিয়েছেন, ‘আদৃত কারও সঙ্গে প্রেম করতে পারে। আমি কারও সঙ্গে প্রেম করতে পারি। সেটাই তো স্বাভাবিক! দর্শকরা আমাদের অনস্ক্রিন জুটিকে পছন্দ করে। ফলে আমাদের আলাদা দেখতে তাঁদের ভালো লাগে না হয়ত। তবে আমার মতে, এখন দর্শক অনেক পরিণত। তাঁরা সবটাই বোঝে। ফলে অযথা বিতর্ক তৈরি করে লাভ নেই।’