দুর্গাপুজোয় চারটি ছবি দেখার অঙ্গীকার করেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘যত কান্ড কলকাতাতে’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘রক্তবীজ ২’ ছবি দেখার পর এবার তিনি দেখলেন ‘রঘু ডাকাত’। পরপর চারটি ছবি দেখার পর সবশেষে কোন বিশ্লেষণ করলেন তিনি?
‘রঘু ডাকাত’ দেখার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘দেবের আমন্ত্রণে রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলাম। সিনেমাটি ১০০% বাণিজ্যিক ঘরানার ছবি। ধ্রুব ২০০ কোটির ভাবনা আনুমানিক ১০ কোটির বাজেটে বানিয়ে ফেলার সাহস রাখে।’
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
পরিচালক আরও লেখেন, ‘পরিচালক পাশে পেয়েছেন দেবের মত এমনই একজন অভিনেতা এবং দুই প্রযোজককে, যাদের মজ্জায় গেঁথে আছে পপুলার সিনেমার নেশা। রঘু ডাকাত তেমনই সফল সুপারহিট ছবির ইতিহাস তৈরি করার একটি প্রয়াস। তবে এই ৪ ছবি দেখে আমার উপলব্ধি হয়েছে, এই পূজো আমাদের কাছে কোনও ব্যক্তি সাফল্য নয়। কলাকুশলীদের অক্লান্ত নিষ্ঠার উৎসব।’
সবশেষে পরিচালক লেখেন, ‘এই বছর চারটি ছবির যেটুকু আমদানি হয়েছে তার প্রথম প্রশংসা প্রাপ্য প্রত্যেকটি টেকনিক্যাল সদস্যদের। আমার মতে এই পুজোর সাফল্য তাদের সবার প্রথমে প্রাপ্য। অভিনেতা পরিচালক অথবা ক্যামেরাম্যানদের প্রশংসা সবসময় করা হয়, কিন্তু আমার মনে হয় এবারের গল্পটা আলাদা।’
টেকনিশিয়ানদের প্রশংসার পঞ্চমুখ হয়ে পরিচালক লেখেন, ‘যেভাবে ইতিহাস অনুপ্রাণিত কাল্পনিক পোশাক, তখনকার সময়ের ব্যবহৃত জিনিসপত্র যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, ভেবেচিন্তে চরিত্রের গেটআপ সৃষ্টি করা হয়েছে, তাতে দুর্বল কাহিনী বিন্যাস বা অগোছালো চিত্রনাট্যকে পরিশ্রমের মাধ্যমে উতরে দিয়েছেন তারা।’
আরও পড়ুন: 'একলা বসে থাকলেই মনে হয় বাবা...', অভিষেককে কেন মিস করেন না সাইনা?
আরও পড়ুন: ‘অনেকদিন পর’ প্রযোজনায় প্রসেনজিৎ, নতুন ছবিতে কোন গল্প বুনবেন সৌরভ?
প্রসেনজিৎ অথবা দেব নয়, এই বছর শারদ সম্মান সমস্ত টেকনিশিয়ানদের উদ্দেশ্যে উৎসর্গ করে দিলেন কৌশিক। বুঝিয়ে দিলেন তিনি কত বড় মাপের পরিচালক। চারটি ছবির মধ্যে একটিকেও যদি অন্যটির থেকে তিনি যদি ভালো বলতেন তাহলে সমস্যা তৈরি হতো তাই তিনি সমস্ত ক্রেডিট দিয়ে দিলেন টেকনিশিয়ানদের।