বাংলা নিউজ > বায়োস্কোপ > Kaushik Ganguly: সম্পর্কের টানাপোড়েনে কৌশিক, যোগ্য ‘অর্ধাঙ্গিনী’ হবেন কে- জয়া নাকি চূর্ণী

Kaushik Ganguly: সম্পর্কের টানাপোড়েনে কৌশিক, যোগ্য ‘অর্ধাঙ্গিনী’ হবেন কে- জয়া নাকি চূর্ণী

সম্পর্কের টানাপোড়েনে কৌশিক

Kaushik Ganguly: ফের নতুন ছবি নিয়ে ফিরছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর পরিচালিত এক ছবিতে আবারও উঠে আসবে সম্পর্কের নানা দিক। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিক সেন, জয়া আহসান এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।

বাংলার দুই কৌশিকের যুগলবন্দী ফিরছে। সঙ্গে জয়া আহসান (Jaya Ahsan) এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবি অর্ধাঙ্গিনী (Ardhangini) আসছে। মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিক সেন (Koushik Sen), জয়া আহসান এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। সদ্যই এই ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এসেছে।

আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অর্ধাঙ্গিনী। এই ছবির জন্য কৌশিক গঙ্গোপাধ্যায় হাত মিলিয়েছেন সুরিন্দর ফিল্মসের সঙ্গে। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই মুক্তি পাবে এই ছবি।

গল্পে উঠে আসবে এক পুরুষের জীবনে দুই নারীর অবস্থান। একজন তাঁর প্রাক্তন। একজন বর্তমান। এই দুই নারী কি প্রকৃত অর্থেই সেই পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পেরেছিলেন? এক পুরুষের জীবনে কি এক নারী ৫০ শতাংশ অধিকার করে থাকতে পারে? এই প্রশ্নগুলো যেন ছুঁড়ে দেবে এই ছবি।

প্রথম যে পোস্টার প্রকাশ্যে এসেছিল এই সিনেমার সেখানে একটি আপেলকে দুই সমান ভাগে কাটা অবস্থায় দেখা গিয়েছিল। সেই বিষয়ে কৌশিক সেন আজকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'একটা আপেল সমান ভাগ করে কাটা, কোনও একদিকে বেশি, কোনও একদিকে কম নয়। এটার থেকে ভালো প্রতীক তো আর কিছুই হতে পারে না।'

আর জীবনে প্রাক্তন এবং বর্তমানের জায়গা? সেটাও কি আধাআধি ভাগ করা যায়? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, 'এখন সব বলে দিলে কী করে হবে? পর্দার জন্য থাক কিছু।' তবে তিনি জানিয়েছেন এখানে সম্পর্কের নানা দিক, টানাপোড়েন দেখানো হবে। কৌশিক সেন এখানে একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করবেন।

বর্তমানে কৌশিক সেন ভীষণই ব্যস্ত। তাঁর হাতে এখন একাধিক কাজ। বর্তমানে তিনি বোলপুরে শ্যুটিং সারছেন। একই সঙ্গে ওয়েব সিরিজ এবং সিনেমা করে চলেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের শার্লক হোমসে তাঁকে দেখা যাবে। সেটার শ্যুটিং সদ্য শেষ করলেন এখানে তিনি গোয়েন্দার দাদার চরিত্রে অভিনয় করবেন। এছাড়া ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বগলমামাতেও তাঁকে দেখা যাবে। কাবেরী অন্তর্ধান ছবিতে দুই কৌশিক একসঙ্গে কাজ করেছিলেন শেষবার। আবার এই ছবিতে জোট বাঁধলেন। এখন দেখার পালা দুজনে কম চমক দেন।

জয়া আহসান এই ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। সেখানে একটি ফাটলের একদিকে তাঁর মুখ, একদিকে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। এখানে অম্বরীশ ভট্টাচার্যকেও দেখা যাবে। জয়া এই পোস্টার শেয়ার করে লেখেন, 'সত্যিই কি অর্ধেক হয়? অর্ধাঙ্গিনী আসছে ২রা জুন..'

বন্ধ করুন