গোটা কলকাতা শহরজুড়ে এখন কেবল একটাই পোস্টার, কাবেরী ভট্টাচার্য নিখোঁজ, এবং তাঁর সন্ধান চাই। এই ভদ্রমহিলার বয়স ৭৮ বছর। আজ প্রায় ৪৮ বছর হয়ে গেল তিনি নিখোঁজ, সেই ১৯৭৫ সালে হারিয়ে গিয়েছেন তিনি। আর এখন আচমকা তাঁরই খোঁজ চলছে। আপনি কি দেখতে পেয়েছেন কাবেরী কে? অবশ্য চিনবেন কী করে, সেই মহিলাকে বর্তমানে কেমন দেখতে সেটা কে জানে? তাহলে পোস্টারে কী রয়েছে?
পোস্টারে দেখা যাচ্ছে সেই ৪৮ বছর আগের কাবেরীর ছবি। তাঁর এখন আনুমানিক বয়স ৭৮। যদিও এখন তাঁকে কেমন দেখতে হয়েছে কেউ যাবে না। কিন্তু আপাতত পুরনো ছবির সাহায্যেই তাঁর খোঁজ চলছে। শুধু তাই নয়, ‘কাবেরী অন্তর্ধান’ হওয়ার কেস নতুন করে খুলতে চলেছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই কেসের শুনানি শুরু হচ্ছে ফের ২০ জানুয়ারি।
কিন্তু আচমকা এত বছর পর কেন তাঁর সন্ধান চলছে? আর কেই বা এই কাবেরী নিশ্চয় ভাবছেন? তাহলে বলি এত ঘাবড়াবেন না। ইনি কেবলই একটি চরিত্র। কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি কাবেরী অন্তর্ধান-এর মুখ্য চরিত্র হলে। ইনি। আর এই নিখোঁজ বা সন্ধান চাই পোস্টার সেই ছবির প্রচারের একটি অঙ্গ। ভাবা যায়! এভাবেও মানুষের কাছে নতুন ছবির কথা পৌঁছানো যায়। আর এই অভিনব ভাবনা বলাই বাহুল্য সকলের নজর কেড়েছে।
কিন্তু হঠাৎ এমন ভাবনা কেন? এই প্রসঙ্গে আনন্দবাজারকে কৌশিক গঙ্গোপাধ্যায় জানান, 'মানুষের হাতে এখন ভীষণ কম সময়। তবুও যদি কিছু মানুষ সেটা দেখেন, বা ভাবেন সেটা নিয়ে সেটাই অনেক। আর সেই কারণেই এই প্রচেষ্টা। প্রতি ছবির প্রচারের জন্য যেমন চেষ্টা করি নতুন কিছু করার, এবারেও তার ব্যতিক্রম হল না।' আর সেই কারণেই কাবেরীর নিখোঁজ হয়ে যাওয়ার পোস্টার পড়েছে শহরজুড়ে।
এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রমুখকে। শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।