দেখতে দেখতে ১টা মাস পার হয়ে গেল আরজি করের সেই ভয়ঙ্কর রাতের। এখনও সুবিচার মেলেনি। নির্যাতিতার হয়ে ক্রমাগত মিটিং, মিছিল চলছে কলকাতার রাজপথে। সাধারণ মানুষ থেকে বিভিন্ন জগতের তারকারা, কেউ বন্ধ রাখেননি মুখ। সকলের এখন একটাই দাবি, 'উই ওয়ান্ট জাস্টিস'।
সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা আরজি কর মামলার। তার আগে রবিবার রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। যাদবপুরের নাগরিক আন্দোলনে দেখা মিলল টলিউডের পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের। তিনি সাধারণ মানুষের কাছে আর্জি রাখেন, একটু ধৈর্য ধরার। সঙ্গে অবশ্য স্পষ্ট করেন নিজের দাবি দেশের সর্বোচ্চ আদালতের কাছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন কৌশিক।
আরও পড়ুন: সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি?
পরিচালককে বলতে শোনা গেল, ‘তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা যে হয়েছে, তা আর সাধারণ মানুষকে বলে দিতে হবে না এখন। সকলেই জানেন। তাই একটু ধৈর্য রাখতে হবে সকলকে। মনে রাখতে হবে কাসভের ফাঁসি হতেও কিন্তু ৫ বছর লেগেছিল। তবে হ্যাঁ, তদন্তের গতি যথাসম্ভব বাড়াতে হবে। সুপ্রিম কোর্টের দায়িত্ব একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে একটি উদাহরণ তৈরি হয সকলের কাছে। আমার মনে হয় না এমন কোনও রাজনৈতিক দল আছে, যারা ন্যায়বিচার চায় না। যারা এই তথ্য প্রমাণের সঙ্গে জড়িত ছিল, তারা ধর্ষকদের সমান দোষী। আর এরা শাস্তি না পাওয়া পর্যন্ত, মানুষের মনের জ্বালা কমবে না।’
আরও পড়ুন: ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও
‘সবার হাতে জাতীয় পতাকা। বাংলার মানুষ গলা তুলে নিজেদের অভাবের কথা বলতে পারে। কোনও বিশেষ রাজনৈতিক দলের হয়ে নয়, সকলে জড়ো হয়েছে বিচার চেয়ে। ভারতবাসী নিজের দেশের পতাকা হাতে স্বাধীনতার জন্য, ন্যায়বিচারের জন্য আজ রাস্তায় নেমেছে।’, নিজের বক্তব্যে যোগ করেন কৌশিক।
আরও পড়ুন: অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা?
ঘটনার পরপরই কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআই-এর হাতে। যদিও কেন্দ্রীয় এই সংস্থার তরফ থেকে এখনও সেভাবে তদন্ত কতদূর এগোল তা সেভাবে সামনে আনা হয়নি। এই মামলায় বারবার নাম উঠে আসা, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তবে একটি পৃথক মামলায়। এখন দেখার, সোমবার আরজি কর নির্যাতিতার কেসে কী হয় সুপ্রিমকোর্টে! বিচার কি পাবে ৩১ বছরের তরুণী মেয়েটি, তাই অপেক্ষায় অধীরে গোটা দেশ।