বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা আক্রান্ত কৌশিক গঙ্গোপাধ্যায় পুত্র উজান

টলিউডের জেন ওয়াইয়ের আরও এক অভিনেতা পড়লেন করোনার কবলে। ঋতব্রত মুখোপাধ্যায়ের পর কোভিড-১৯ আক্রান্ত উজান গঙ্গোপাধ্যায়। করোনা পরীক্ষার ফল পজিটিভ তারকা দম্পতি কৌশিক-চূর্ণী গঙ্গোপাধ্যায়ের একমাত্র পুত্রের। শ্যুটিংয়ের কাজে আপতত শহেরর বাইরে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কলকাতাতেই রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। 

আনন্দবাজারকে কোভিড পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন উজান। যদিও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কিছু পোস্ট করেননি ‘রসোগোল্লা’-র সঙ্গে অভিনয় দুনিয়ায় পা রাখা এই তারকাপুত্র। উজান জানিয়েছে বাড়িতেই কোয়ারেন্টাইনে বেশ কয়েকদিন ধরে রয়েছেন তিনি, তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। সংক্রমিত হওয়ার আগে কাদের সংস্পর্শে এসেছেন তা উজান জানতেন, তাঁদের সকলকে ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার কথা জানিয়েছেন কৌশিক পুত্র। 

টলিউডে করোনা আক্রান্তের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত মঙ্গলবার কোভিড পজিটিভ হওয়ার কথা জানান জিত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এর আগে টেলিভিশন জগতের একাধিক তারকা করোনার কবলে পড়েছেন। উল্লেখ্য, রসোগোল্লার পর কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’ ছবিতে অভিনয় করেছেন উজান। দিন কয়েক আগেই জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছিল এই ছবি। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব র‌্যাপিডলায়নে মনোনীত হয়েছিল উন্ডোজ প্রযোজিত ‘লক্ষ্মী ছেলে’। আপতত মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি।

বন্ধ করুন