একে একে বহু কলাকুশলী ফিরে আসছেন ছোটপর্দায়। একসময় যাদের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ছোটপর্দার হাত ধরে, যারা ওয়েব সিরিজ এবং সিনেমার পর্দায় নিজেদের প্রমাণ করেছেন সেই অভিনেতা-অভিনেত্রীরাই আবার ফিরে আসছেন ধারাবাহিকের পর্দায়।
রণিতা থেকে শুরু করে মধুমিতা, ছোট পর্দায় ফিরেছেন অনেকেই। এবার সেই পথ অনুসরণ করেই ছোটপর্দায় ফিরতে চলেছেন শোলাঙ্কি রায়। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন তিনি। ‘গাটছড়া’ ধারাবাহিকের পর এবার ‘এলা ও গোরার গল্প’ নিয়ে ছোট পর্দায় আসতে চলেছে এই জুটি।
আরও পড়ুন: 'খুব শীগ্রই সেটা জানতে পারবে...', রুক্মিণীকে বিয়ে নিয়ে কী বললেন দেব?
আরও পড়ুন: ভেদাভেদ ভুলে জুবিনকে শ্রদ্ধা পাকিস্তানের, গানে গানে স্মরণ সঙ্গীত শিল্পীকে
এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় ফিরতে চলেছেন আরও এক অভিনেতা। তিনি হলেন কৌশিক রায়। জানা গিয়েছে, ধারাবাহিকের মুখ্য ভূমিকা অভিনয় না করলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।
জি বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে সর্বশেষ অভিনয় করেছিলেন কৌশিক। এরপর একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ‘বিষহরি’ সিরিজে, যেখানে অভিনয় করেছিলেন শোলাঙ্কিও।
আরও পড়ুন: বাথরুমে ছেলেকে নিয়ে এ কী করলেন সুদীপ! ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
আরও পড়ুন: নাগপুরে বন্ধুর হাতে খুন অমিতাভ বচ্চনের সহ অভিনেতা, আটক অভিযুক্ত
ধারাবাহিক প্রসঙ্গে
মেগায় শোলাঙ্কির নাম 'এলা' আর গৌরবের চরিত্রের নাম 'গোরা'। মেগার লুক অ্যান্ড ফিল থেকে প্রোমো সব কিছুতেই একেবারে অভিনবত্বের ছোঁয়া রয়েছে। শুরুতেই দেখানো হয়েছে একটি পিয়ানোর সামনে বসে শোলাঙ্কি। পরনে তাঁর গোলাপি রঙের গাউন, হাতে কখনও রবি ঠাকুরের বই তো কখনও ফুল। মেগার নায়িকাদের সচরাচর এভাবে দেখা যায় না।
প্রমোয় একেবারে কর্পোরেট লুকে ধরা দেন গৌরব। এই পুরো প্রোমোই দেখানো হয় স্যোশাল মিডিয়ার প্রেক্ষাপটে। তবে এই ‘এলা’ বা ‘গোরা’র সঙ্গে রবি ঠাকুরের উপন্যাসের কোনও মিল আছে নাকি তার হদিশ পাওয়া যায়নি। তবে এই জুটিকে নতুনভাবে আবার পর্দায় দেখে ভীষণ খুশি সকলে। এবার সেই খুশির তালিকায় যোগ হল কৌশিকের ফিরে আসার প্রসঙ্গ।