কৌশিকী চক্রবর্তীকে বর্তমানে বাংলার সারেগামাপা রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা যাচ্ছে। তিনি বরাবরই তাঁর গান, মূলত ক্লাসিক্যাল গান দিয়ে সকলের মন জয় করেছেন। এবার অরিজিৎ সিংয়ের গাওয়া ভিদা করো গানটি গাইলেন।
কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে অরিজিৎ সিংয়ের গান
কিছু মাস আগেই মুক্তি পেয়েছে চমকিলা। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিতে উঠে এসেছে পঞ্জাবের বিখ্যাত গায়ক অমর সিং চমকিলার কথা। সেখানে পরিণীতি চোপড়া এবং দিলজিৎ দোসাঁঝের অভিনয় যেমন নজর কেড়েছিল তেমনই জনপ্রিয় হয়েছিল এই ছবির গান ভিদা করো। অরিজিৎ সিংয়ের গাওয়া গানটি অনেকেই কভার করেছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল কৌশিকী চক্রবর্তীর।
আরও পড়ুন: 'মোটা থাই' নিয়ে সুইমিং স্যুট! ট্রোল্ড হতেই স্বস্তিকা বললেন, 'ভালো মায়েরা তো নাইটির উপর...'
আরও পড়ুন: শ্যুটিং থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ভিভান! এখন কেমন আছেন কৃষ্ণকলি খ্যাত অভিনেতা?
এদিন কৌশিকী চক্রবর্তী ভিদা করো গানটির কয়েকটি লাইন গেয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন 'বহুদিন পর একটা গান বিগত কিছুদিন ধরে আমার মনে জাঁকিয়ে বসেছে। আমার নিজের এক্সপ্রেশনের জন্য গানটি গাইছি। আমার শ্রদ্ধা রইল এই গানটির স্রষ্টাদের জন্য এবং অবশ্যই গায়কদের জন্য।' তিনি এই পোস্টে অরিজিৎ সিং, এ আর রহমান, কামিল ইরশাদকে মেনশন করেছেন। সকলেই মুগ্ধ হয়েছেন তাঁর গাওয়া এই গান শুনে।
আরও পড়ুন: দর কমিয়েও কল্কি ২৮৯৮ এডির জন্য ৮০ কোটি নিয়েছেন প্রভাস! দীপিকা - অমিতাভ কত করে পেলেন ছবির জন্য?
কে কী বলছেন?
ইতিমধ্যেই এই এই গানটি কয়েক লক্ষবার শোনা হয়েছে। পেয়েছে দেড় লক্ষের বেশি লাইক। বহু কমেন্ট এবং শেয়ারও পেয়েছে এই ভিডিয়ো। অভিনেতা ইন্দ্রাশিস রায় থেকে শুরু করে গায়িকা জনিতা গান্ধী সহ অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। বাদ যাননি তাঁর অনুরাগীরাও। তাঁদের মতে এরপর আর এই গান কারও কন্ঠেই নাকি শুনতে ভালো লাগবে না।